পাতা:সাহানামা.djvu/৩৮৮

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

৩৬২ : সাইনাম তুমি পরাভব হওঁ তবে সে লজ্জার কথা লিখিয়া কি জামাইৰ জন্তু এব যদি আপনি প্রণয় কর তবে আমরা গিয়া তোমার সহিত সাক্ষ্যাত করি । এক চত্তবা স্ত্রিলোকের হন্তে এইৰূপ লিখিত পত্ৰ দিয়া দসসহশ্র যুবতীসেন সঙ্গে দিয়া দূত স্বৰূপ পাঠাইল, যখন সে আইল ছেক দর তাহাকে জথেষ্ঠ সমাদর করিয়া আপনার নিকট বসাইয়ালিপি জ্ঞাত হইয় কহিলেন আমি পৃথিবী ভ্ৰমন করিতেছি তোমার দিগের সহিত যুদ্ধ করিতে আসিনাই, যে কেহু আমার সঙ্গে প্রণয় না করিয়া যুদ্ধাআকাখী হয় তাহার সহিত শুতরাং যুদ্ধ কবিতে হয় । আমার বাঞছ তোমার দিগের নগর ও বাদসাহকে দেখিব তদভিন্ন আমা হইতে তোমার দিগের কোন ক্ষতি হইবেন। দত এইকথা শুনিয়া ছেকন্দরের স্থানে বিদায় হইয়া আপন বাদসহিকে সমস্ত জ্ঞাত করলঃ পরে বাদসাহু পণ্ডিত ও মন্ত্রি গণের সহিত পরামর্শ করিলে তাহারা কছিল যদি আলিতে নিষেধ কর ভরে তাহরসঙ্গে অনেক সেন আছে বল প্রকাশ করিয়া আসিবে ৰুমি তাহ রক্ষা করিতে গেলে যুদ্ধ হইবে অতএব তাহকে আসিতে অনুমতি কর ইহাতে ক্ষেতি নাই তদন্তর সেই দূত দ্বারা ছেকন্দরকে আসতে কহিয়া পাঠাই লেন, দূত আসিয়া ছেকন্দরকে জাইতে কহিলে ছেকন্দ্রর ঐ দূতের সঙ্গে সসৈন্যে চুলিলেন, দুইদিবসের পর এক পৰ্ব্বতের নিকট পেছিয়া বরকে সকলে শেযুক্ত হইলেন কিন্তু দুই ৰিলের পথে বরফ ছিল; তৎপরে এক লোকালয়ে উপস্থিত হইয় দেখিলেম যে তথাকার মনূষ্য অতিৰিকটকার কৃষ্ণ বম,তাহার কহিল অামারদিগের দেশে কখন অন্য দেশির