পাতা:সাহানামা.djvu/৩৯৭

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

नांझांनांभ ৩৭১ নগরে তোমার মৃত্যু হইবেক । পরে ছেকদর তথা হইতে যাত্রা করিয়া অনেক পাহাড পৰ্ব্বত বন উপবন নদ নদী t পযfাটন উত্তীণ হইয়া চল্লিখ দিন পরে চিন দেশীয় সম, দের ধারে পৌছিলেন , সেই স্থানে থাকিয় আপনার সঙ্গে যে সৰ্ব্বোপরি প্রধান ছিল তাঙ্গাকে সমস্ত কর্মের ভারাপণ করিয়৷ এক পত্ৰ লইয়। আপনি দুত হইয়া চিম দেশের বাদ সাহ ফগফরের নিকট গমন করিলেন। চিনের বাদসাহ ছেকদরের দূতের আগমন শুনিয়া আপনার সভাসত প ণ্ডিত কয়েক জনকে কথক গুলিন লোক সঙ্গে দিয় অগসর পাঠাইলেন যখন দত তাছার দিগের সঙ্গে চিনের বাদসহ র নিকট পৌছিলে তখন চিনের বাদসহ অনেক সমাদর পূর্বক আলিঙ্কন কলিয়া আপন নিকটে এক স্বশ্বময় সিংহ সনে বসাইলেন আর আপনার একবাtটতে বাসাদিয়া নানা বিধ খাদ্য দুব্য পাটাইয়াসে দিবস বিদায় করিলেন, পর . দিবস প্রাতে ফগফুর চিন ছেকন্দরের দুতকে ডাকিতে আজ্ঞা করিলেন । দত্ত আসিয়া রির্তী মহু ছেলাম করিয়া ছেকন্দরের পত্ৰ দিয়। আর বাচনিক যাহা কহিবার তাহা কহিলেন, চিনের বাদসাহ পত্র পাঠ করিতে আপনমূনসি কে স্বাস্থ কৱিলেন, মুনসি পত্র খুলিয়া পাঠ করিল যে ঈশ্বরের অনুগ্রহতে পৃথুিপতি ছেকন্দর বাছসাহ ফগষ্ণুর চিনকে লিখিতেছেন, আমার আজ্ঞায় তোমার অধিন দেশ সকল সৰ্ব্বদ আবাদ করিব, আর আমার সহিত আলিয়া সাক্ষাত করিব। আর যদি আমার এ আজ্ঞা লঙ্ঘন করিয়া বর্ষের মানস কর তবে দার প্রভৃতি অনেক বাদসাৰ আমার