পাতা:সাহানামা.djvu/৪১৭

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

সাহানাম అసెు সেনাপতি যখন পৰ্ব্বতের নিকট পৌছিল হস্তওয়াদ ইহা শুনিয়া অনেক সেন সুসজ্জিভূত করিয়া আরদসিরের সেনার সহিত যুদ্ধ করিয়া অনেক সেন বিনাশ করিস তাঙ্ক দেখি য়া সেনাপতি অবসিষ্ট সেনা যাহা ছিল তাহ লইয়া পাল৷ ইয়া অরদসিরকে কহিল, তারদসির রাগত হইয়া নানান্থান হইতে অনেক সেন সংগহ করিয়৷ সরদার দিগকে সঙ্গে লইয়। আপনি হপ্তওয়াদের সহিত যুদ্ধ করিতে গেলেন । গুপ্ত ওয়াদ ইঙ্গ শুনিয়া পুনরায় আপন সেনা ও দুই পুপ্রকে লইয়। যুদ্ধে চলিল; আরদসিরের শিবির একক্ষ নদীর ধারে ছিল ঐ নদীর পারে চেহরম নামে এক ক্ষুদুমগুর তাহাতে মেহরক নামক একজন সরদার হস্তওয়াদের সহিত তাহার অতিশয় প্রণয়ছিল সে আদসিরের পুনৰ্ব্বার আসিবার সমাচার পাইয়া খাদ্যদ্রব্য বন্দ করিল এব• আপনি ও গুগু আসিয়া আরদসিরের শিবির লট করিয়া লইয়া পলায়ন করিল। অারদসির আপনি সরদার দিগকে কহিলেন যে মেহরক আমার সঙ্গে সজুগ আরম্ভ করিল, সরদারের কহিল আগে হগুওয়াদকে মারি পরে ইহার সামাচিত ফল দিৰ । ‘পরে অন্নদাসর সরদার দিগকে সঙ্গে লইয়া আঙ্গার করিতেছেন এমত সময়ে শুন্য হইতে একতীর ভোজন পাত্রে পতিত হইল তাহ দেখিয়া সকলে ভীত কইলেন তখন এক •জন সরদার ঐ তীর হন্তে লইয়া দেখিল যে তাহাতে পহলবি অক্ষরে লিখিত আছে যে এই কীটের দর্গ ইহাকে কেছ মারিতে পারিবান"; আর এই ভিন্ন যদি আরদসিরকে মারি তাম তৰে এখনি মরিত কিন্তু কীটের এমত বাসন নাই যে