পাতা:সাহানামা.djvu/৪৩

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

जांश्नांभोlt ኃጫ বহু ধন ও রাজ্য দিবে ইহা বিবেচনা করিয়া কন্যাকে কহিল যে ভূমি ধন্য যেহেতু তোম হইতে জমসেদকে পাইলাম । কল্য প্রাতে ইহাকে কয়েদ করিয়া জোহাক বাদসাহর নিকটে পাঠাইব, এই কথা শুনিয়া সাহজাদী কাতর হইয়া মিনতি পূৰ্ব্বক রোদন করিয়া কহিল যে হে পিত!! এমত বাদসাহকে তুমি ধনাকাঙ্ক্ষি হইয়া নষ্ট করিও না,ধন ও রাজ্য চিরস্থায়ী নহৈ, এই বাদসাহকে জোহাকের নিকটে পাঠাইলে তৎক্ষণাৎ নষ্ট করিবে সেতোমারই নষ্টকর হইবে, অতএব একৰ্ম্ম করিলে ইহকালে দুর্নাম পরকালে নরক হইবে, যদ্যপিও পরমেশ্বর জমসেদকে এইক্ষণে অক্লপান্বিত হইয়াছেন তত্ৰাপি তোমার উচিত কৰ্ম্ম নহে বিশেষতঃ তোমার জামাত হইয়াছেন, ঈশ্বরের মনে যাহা অাছে তাহা কেছ খণ্ডিত করিতে পারে না তাহী অবশ্যই হইবে । কিন্তু শত্ৰ যদি শরণাগত হয় তাহাকেও রক্ষা করিতে হয়, এজমসেদ বাদসাহ পৃথ্বীপতি ছিলেন ভূমি ও এই বাদসাহর অধীন ছিলে, গ্রহবৈগুণীজন্য এখন তোমার শরণাগত হইয়াছেন, ইহাকে নষ্টকরা উচিত হয় না, সৰ্ব্বশক্তি মান ঈশ্বরকে শরণ করিয়া মনোমধ্যে বিবেচনা কর, আর যদি তোমার নিতান্ত জোহাকের নিকটে পাঠাইবার মানস হইয়৷ থাকে তবে প্রথমতঃ আমার মস্তক ছেদন কর, পরে তোমার মনে যাহা উদয় হয় তাহাই করিও, ইহা কাকুয়া কন্যা বিস্তর রোদন করিতে লাগিল তাহা দেখিয়া অাপন কন্যার প্রতি স্নেহ জন্মিল তখন তাছাকে কছিল ভূমি আর রোদন করিও না আমি জমসেদকে নষ্ট করিব না বরঞ্চ অামার ধন ও রাজ্য তাহাকে দিব, এবং আপন প্রাণ পৰ্যন্ত দিয়াও তাহাকে রক্ষা করিব, তুমি আমার এই কথা জমসেদকে গিয়া কহিব। আর | \5 II