পাতা:সাহানামা.djvu/৪৩৬

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

*১৪ সাহানাম । ~ v ... দেখিয়া কছর রোমের নিকট গিয়া কছিল এই যে বণিক বেশে জাহার করিতেছে এ ব্যক্তি ইরানের বাদসান্ত ইহার নাম ওজমের সাহপুরস্কাছ,কয়ছর রোয় তাহার রির্তী চৱিত্ৰ আকার প্রকার:দেখিয়-সন্দিগ্ধ হইয়াছিল জাহার বাক্য শুনিয়াৰিষয় হইয়া অন্য কাহাকেও কিছন কহিয়া রক্ষকগণকে কহিলেন ঐ রে সওদাগর জাহার করিতেছে উহার নাম সাহপুর সাহঁ ইরানের বাদসাহ; যখন আমার নিকট হইতে বিদায় হইয়া ৰাসায় যাইবেক তখন উহাকে ধৃত করিব ৭ সাহপর জাহার করিয়া কন্নছরের সমীপে অসিয়া বাসায় জাইতে বিদায় হইলেন; এমত সময়ে রক্ষ কেরাতাহার হস্ত ধারণ করির কহিল তুমি কোথা জাইব৷ ভূমি সাহপর সাহ আমার বাদশাহর দেশের অনুসন্ধান করিতে আসিয়াছ তোমাকে ছাডিবল, ইহা কহিয়া সাহপুর সাহর দুইহন্ত বন্ধন করিয়া কয়ছর রোমের নিকটে লইয়া গেল, কয়ছর রোম তাহার পারে লৌহ সৃঙ্খল দ্বার বদ্ধ করিয়া আপন বীর মধ্যে এক গহে চাবি দিয়া রাখি লেন, পরে আপন বেগমকে ডাকিয়া চাবি ভাহার হন্তে দিয়া কহিলেন এই কয়েদি ব্যক্তিকে প্ৰাণ ধারণ উপযুক্ত আহার দিব৷ এই কহিয়া রক্ষক গণকে কহিলেন সাহপরের বাসায় ষে সকল মনুল্য আছে তাহার দিগকে আনিয়া কারাগারে বদ্ধ করিয়া রাখ ইহা কহিয়া সসৈন্যে ইরান দেশে লুট করিতে গমন করিলেন কুয়ছরেরবেগম ঐ চাৰি গঙ্গর প্রধান দাসী ইরানি এক বৃৰঙছিল তাঙ্গকে দিয়া এ কয়েদীকে জাহারদিকে আজ্ঞা করিলেন;সে প্রত্যাহ