পাতা:সাহানামা.djvu/৪৬৮

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

88९ . সাহানামা ইরাসের সকল লোক হোরমজের দৌরাত্যতে জহির হইয়া, সকল প্রধানের অক্য হইয়া হোরমজকে অন্ধ করিয়। কারাগারে বন্ধ করত তাহার পুত্র খোছরোকে বাদসাহ করিল। বহরাম হোরমজের কারাকুঠিরে রুদ্ধ হওয়া সৎ | বাদ পাইয়া ইরানে যুদ্ধ করিতে আইল; তাহ শুনিয়া খোছরো সসৈন্যে বহরামের সহিত দুই দিন যুদ্ধ করিলেন ব্রিভিয় দিবস বাহরাম পলায়ন করিল । খোছরে। বাদসাহি করিতে লাগিলেন, পুনরায় বহরাম অনেক সেনা সংগ্ৰহ করিয়া যুদ্ধে আইল, খোছরে যুদ্ধ করিয়া শেষে অপারক হইয়। তাহার পিতা হোরমজ সাহকে কহিলেন কোন বাদ সাহর সরণাগত হওয়া কন্তব্য?- সে কহিল ত্তমি কন্নছর শ্লোমের নিকটে জাও ইঙ্গ শুনিয়া খোছরে রোম দেশে যাত্রা করিলৰহরাম ইরানের রাজধানিতে আসিয়া হেরিম জ কে কাটীয়া ইরানে বহরাম বাদসাহ হইস । হোৱমজ বার বৎসর বাদসাহি করিয়াছিল বহরাম পরিশেষে খেছিরোর অনসন্ধান অনেক কররা শুনিল যে খেছিরো রোমদেশে গিয়াছে তাহাকে ধরিতে অনেক লোক পাঠাইল; তাহার দেখ নাপাইয়া ফিরিয়া আইল । খেছিরো কয়ছর রোমের সঙ্গে প্রণয় করত তাহার কন্যাকে বিবাহ কjরয় তাহার সেনা লইয়া ইরানে আসিয়া ৰহরামের সহিত যুদ্ধ করলঃ ৰহরাম যুদ্ধে অসক্ত হইয়া চিন দেশের বাদসাহর সরণাগত হছয় তাহার কন্যাকে বিৰাৰ করিরামেই স্থানে বাস করিল বহরাম একৰৎসর ইরানে বাদসাহি করিয়াছিল ।