পাতা:সাহানামা.djvu/৪৭৬

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

$4 e “. . . সাহানামা , এজুজিারদ বাদমাহ আরেৰি দিগের সহিত যুদ্ধে অপারক ইয়া পলায়ন করিয়া আমার নিকটে আসিয়া মরব নগরে মুহিয়াছে, স্তমি এই সময়ে অত্যন্প লেন লইয়া আইলে ইরা নের বাদমাহি অনাঅাসে তোমার হস্তগোত হয় ৷ বেজন মাহুই ছুরির এই পত্র পাইয়া তৎক্ষণাত দস সহৎ সৈন্য সইয়া সপ্তাহের মধ্যে বোখার দেশ দেশের পথ দিক্কা মরব নগরে আসিয়া পৌছিল,বাদশাহ্মাহুই ছুরিকে কখন সৰু বোধ করে নাই; যখন বেজন সেনা সহিত নিকট উপস্থিত হইল তখন মাহুই জুরি আপনার এক দুত স্বারা বাদসাহকে কহিয়া পাঠাইল যে তারোবের বাদসাহ অনেক সেনা লইয়ণ যুদ্ধ করিতে আসিয়াছে আপনকার যেমত অনুমতি হয় বাদ সাহ এতৎ শ্রবণে অত্যন্তব্যস্ত হইয়। যুদ্ধ সজ্ঞা করিয়া আপ নীর যে কয়েক জন সেনা ছিল তাহ লইয়। তরানি দিগের সহি যুদ্ধ করিতে চলিলেন, আর মাহুইছুরকে সেনা সহিত সঙ্গে ভাসিত কহিলেন । বাদসাহু যুদ্ধস্থলে গিয়৷ তরানি দিগের অনেক সেন বিনাশ করলেন, তরানির বাদসাহর সঙ্গে যে কয়েক জন সেনাছিল প্রায় তাহারদিগের সকলকে সeহার করিল, বাদসাহ পশ্চাৎ ভাগে চাহিয়া দেখিলেন যে তাহার সঙ্গের লোক প্রায় নাই আর মাহুই চরি সেনা লইয়া মাআসিয়া আপন শিবির মধ্যে রহিয়াছে ইহ দেখিয়৷ এজদজোরদ বাদসাহ পলায়ন করিয়া কথব দ্যু গিয়া অশ্ব ত্যাগ করিয়া পদবুজে সন্ধের সময় এক ময়দা গুয়ালার জোকশনের দ্বার বন্দ ছিল কোন ক্রমে সেই দোকন মধ্যে প্রবেশ করি ঐ রাজি তথা থাকলেন। মাহুই