পাতা:সাহানামা.djvu/৫২

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

*ぐ。 जाझ्नाभा ļl মস্তকাকার লৌহগদা নিৰ্ম্মাণ করাইয়া লইলেন । কয়েক দিবস পরে এক দিন সন্ধ্যার সময়ে এক গোরস্তানে পৌছিলেন, করেদু গোরস্তানে এক গিয়া যুদ্ধে জয়যুক্ত হওনের নিমিত্ত ৰিস্তর মিনতিপূৰ্ব্বক প্রার্থনা করিলেন, ক্ষণেককাল পরে ফরেদুকে দৈববাণী হইল ষে তুমি এই মন্ত্র স্মরণ করহ যখন তোমার কোন বিপদ উপস্থিত হইবেক তখন এই মন্ত্র স্মরণ মাত্রেই ৰিপদ হইতে মুক্ত হইবে, এবং মতান্তরে এক জন দৈবপুরুষ আসিয়া করেদুকে ঈশ্বরের কোন পবিত্র নাম শিখাইয়। তাছার ক্রম উপদেশ করিয়া গেলেন। ফরেষ্টুর ভ্রাতার উত্তরোত্তর তাহার প্র দুর্ভাৰ দেখিয়া হিংসান্বিত হইয়। দুই জনে পরামর্শ করিল, যে কোন উপায় দ্বারা ইহাকে নষ্ট করিতে হইরে । পর দিন ওস্থান হইতে প্রস্থান করিয়া এক দিন সন্ধ্যার সময়ে এক পৰ্ব্বতের নিকটে জামিয়া আছারাদি করিয়া শিখরের নিয়ে শয়ন করিলেন, কতক রাত্রে ফরেদর ভ্রাতার। উঠিয়া গোপনে পৰ্ব্বতোপরি গমন করিয়৷ এক খান পাতর গড়াইয়। ফেলিল তাহার শব্দে ক্ষত্রেদুর নিদ্র ভঙ্গ হইল, ঐ শব্দ শুনিয়া ফরেদু ক্ৰাসযুক্ত হইয়৷ ঈশ্বরের সেই নাম স্মরণ করিতে লাগিল, ঐ নামের গুণে উক্ত পাষাণ না পড়িয়া ঐ স্থানে স্থকিত রছিল। ক্ষরেদুর ভ্রাতার। ইহা দেখিয় বিস্ময়াপন্ন হইয় অত্যন্ত চিৎকার করিতে লাগিল, যে সকলে সাবধান হও পৰ্ব্বত হইতে পাষাণ পত্তিত হইতেছে, ফরেদু যেন ন মরে তাহাকে এস্থান হইতে স্থানান্তর কর, কিন্তু ফরেদু জানিল ষে ভ্রাতার একৰ্ম্ম করিয়াছেন, কিন্তু প্রকাশ না করিয় তাহারদিগের অধিক মান ও মর্যাদ। বৃদ্ধি করিতে লাগিল। পরে কাওয়া করেকে পৰ্ব্বতীয় পথ দ্বার। ৰগদাদে উপস্থিত হইল, পর দিবস ৰগদাদের নীচে দঙ্গল নামে সমুদ্রতুল্য এক প্রবল নদী ছিল মেই