পাতা:সাহানামা.djvu/৫৪

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

২৮ সাহনামা। কিম্বা নষ্ট করিতে না পারে তবে হিন্দুস্থানে অনেক উত্তমোত্তম জজ্ঞানি লোক অাছে তাহারদিগকে আনিয়! কোন উপায় করিৰেক, তোমার ভয়ে জোহাক সদা শসঙ্কিত অাছে। তখম ফরেদু জোহাকের ভক্তে বসিয়া তাহার সমস্ত ধন ও রাজ্যের অধিকারি হইলেন এবং তখাকার যত প্রধান লোক ও সেন। এবং প্রজা ছিল সকলে স্তষ্ট হইয় ফরেষ্টুর সহিত আসিয়া সাক্ষাৎ করিল। কিন্তু কন্দ্রনামে যে জোহাকের বাটার প্রধান রক্ষক ছিল তথা হইতে পলায়ন করিয়া জোহাকের নিকটে গিয়া কছিল ষে তিন জন যুবপুরুষ কথকগুলিন সেনা সঙ্গে করিয়। অt সিয়া তোমার অালয়ে প্রবেশ করিয়া যে সকল দৈত্য প্রভূতি রক্ষক যাহার দিগকে আপনি রাখিয়া আসিয়াছিলেন তাহারদিগকে নষ্ট করিয়া তোমার সকল বিষয় গ্রহণু করিয়াছে । জোহাক এই কথা শুনিয়া অতিশয় ভীত হুইল, এবং মনে বিবেচনা করিল যে করে আসিয়াছে আর রক্ষা নাই, কিন্তু প্রকাশ করিঙ্গ না,যেহেন্ত সঙ্গের সেনাগণ ও জার জার লোক ভীত হইয় তাহার নিকটে যাইবেক,পরে কন্দ্রক কহিল বুঝি কোন অতিথি আসিয়াছে, সে কছিল অতিথি বটে, কিন্তু গদা হন্তে তোমাকেই গ্রাস করিবেক এবং তোমার ৰেগম দিগকে লইয়ারফরসে মগ্ন হইয়াছে, জোহাক এইসকল মনবাক্য শুনিয়া ক্রোধান্বিত হইয়া কন্দ্রকে কহিল জুই তাহার ভয়ে বুৰি পলাইয়া জাসিয়াছিল, অতএব আমি আর তোকে ধনাগারের রক্ষক করিব না, কন্দ্র কছিল যে তোমার রাজ্য ও ধন না থাকিলে আমাকে কি বস্তুর রক্ষক করিব । এই কথা শুনিয়া অতিরাগন্ধি হইয়া সকল সেনা সমভিৰ্যাঙ্কারে আপন বাটতে গমন করিল, কিন্তু সকল লোকেই জোহাকের দৌরাত্ম্য কারণ জ্বালাতন ছিল, ফরেদুর নাম ও জাসিবার