পাতা:সাহানামা.djvu/৬৬

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

8: जोश्नांमा ॥ v প্রভাত করিলেন, প্রাতে যুদ্ধ আরম্ভ হইয়া উভয়ের অনেক সেন নষ্ট হইল, তাহাতে সেই রণক্ষেত্রে রক্তের শ্রোতৰহিতে লাগিল, সন্ধ্যার সময় যুদ্ধ স্থকিত হইয়। উভয় পক্ষের সৈন্যের রক্ষক বসিল, সন্ধ্যার পর ছলম ও ভুর একত্র বসিয়া পরামর্শ করিল যে অদ্য যুদ্ধে মনুচেম্বরের সেনাগণ প্রবল হইয়াছে কি জানি যদি কল্য আরো প্রবল হয়, অতএব আমার মত এই যে রাত্রে যখন বিপক্ষ গণ নিদ্রিত হইৰে তখন আমরা তাহারদিগের উপর পড়িয়া সকলকে নষ্ট করি, জামুসের তৎক্ষণাৎ আসিয়া এই সম্বাদ মনুচেহরকে জানাইল মনুচেম্বর শুনিয়া কারণ নামে সেনাপতিকে ডাকিয়া সমস্ত বিবরণ কহিয়কহিল স্তমি সমস্ত সেনা লইয়৷ অতি সাবধানে থাকহু, আমি ত্রিশসহসু সেনা লইয়া কিঞ্চিৎ দূরে থাকি সেইৰূপ করিল, যখন অধিক রাত্রি এবং অন্ধকার হইল তখন তুর একলক্ষ সেন সমভিব্যাহারে মনুচেহরের সেনার মধ্যে আসিয়া পড়িল, ইহার। পূৰ্ব্ব সম্বাদ পাইয়া সতর্ক ছিল যুদ্ধ করিতে প্ৰৱৰ্ত্ত হইল, এবং মনুচেছর এই যুদ্ধের সমাচার পাইয় আপন সেনা লইয়। ভূরের পৃষ্ঠদেশে জাসিয়া তুরের সঙ্গে যুদ্ধ আরম্ভ করিল, তখন ভুর কাতর হইয়া পলাইবার পথ অন্বেষণ করিতে লাগিল। এই সময়ে মনুচেহর ভূরের পৃষ্ঠদেশে এক ৰশ জাঘাত করিয়া তাহাকে ঘোটক হইতে উঠাইয়া ভূমে পতিত্ব করিয়া তাহার শিরছেদ করিয়া তৎক্ষণাৎ ফরেষ্টুর নিকটে পাঠাইল আর আপনি ছলমের পশ্চাৎ ধাবমান হইল ছলম মনুচেন্থর তুরকে যেৰূপ করিয়া নষ্ট করে তাহ দেখিয়া ভীত হইয়া পলায়ন করিয়৷ নিকটস্থ এক দুর্গমধ্যে প্রবেশ করিয়া প্রাণরক্ষা করিল, কিন্তু মনুচেন্ধর তাহার পশ্চাৎগামি হইয়৷ সেই স্থান সৈন্যদ্বারা বেষ্টিত করিলেন । ছলমের এক সেনাপতি কাকোয় মামে