পাতা:সাহানামা.djvu/৬৭

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

সাহানাম 8? ছিল সে দুর্গ হইতে বাহির হইয়া মনুচেহরের সঙ্গে বুদ্ধ করিতে পূবত্ত হইল ,মনুচেহরের কটবন্দে কাকোয় এক বরছিমারিল কিন্তু তাহাতে কটীৰদভেদহইলন , পরে মনু চেহর তাহার কটিরবন্দধরিয়া বলপ্রকাশকরিয়া অশ্বহইতে" ভূমে ফেসিয়া তাহার মস্তক ছেদন করিল , ইহা দেখিয়া আর কেহ যুদ্ধে আইলন মনুচেহর সেইদুর্গ বেষ্টন কুরিয়া কয়েক দিবস থাকিয়া একদিন ছলমকে কহিয়া পাঠাইলেন জে বাহির হইয়া আমার সঙ্গে যুদ্ধ করহ যদি আমাকে জয় করিতে পার তবে পৃথিবীর বাদসাহ হইৰে , আর যদি যুদ্ধে প্রাণ ত্যাগ কর সগ লাভ হইবে স্ত্রিলোকের ন্যায় লুক। ইয়া থাকায় কেবল দুনাম ছলম এই বাক্যে ঘূনাযুক্ত হইয়া বাহির হইয়া মনুচেহরের সঙ্গে যুদ্ধে প্ৰবৰ্ত্ত হইল ঃ মনুচেহর অতি অীঘু এক তলওয়ার তাহকে মারিলেন তাহতে তাহার মস্তক দুই খণ্ড হইয়া ভূমে, পভিল তাহ দেখিয়। তাহার সেনাপতি ও প্রাধন সৈন্যাধক্ষ সকলে আসিয়া মনু চেহরের শরণাগত হইয়া উপটৌকন দিলেন মনুচেহর যুদ্ধে জয়ি হইয়। ফরেদুর নিকট আইলেন ফরেদ্ধ"অগসার इहेत्र। বাহু উত্তোলন পূর্বক ঈশ্বরের ধন্যবাদ করিয়া মনুচেহরকে ক্লোড়ে লইয়া শিরে চুম্বন করিলেন আর মনুচেহর ফরে দুর পদধুলি লইয়া প্ৰণাম করিল পরে দুইজনে একত্রে তক্তে বসিয়া নৃত্যগীত ও মাঙ্গলিক কৰ্ম্ম করিতে অনুমভি করিলেন ঃ কিছুদিন পরে ছামের হাতে মনুচেহরকে সম পণ করিয়া ফরেন্ধ চিরস্থানে প্রস্থামু করিলেন জমসেদের ব‘সোর্ভব ওর্কাতনের পুএ ফরেদ্ধ পাচ সত্ত বৎসর বাদ সাহি করিয়া লোকান্তর হইলেন । ll No ll