পাতা:সাহানামা.djvu/৯৩

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

" శ్రీ সাহানামা । সেনারা অসিয়া আমাকে লইয়। আইল । আমার আর এমত বাসন নাই যে রোন্তম থাকিতে ইরানে যুদ্ধ করিতে গমন করি, অতএব এইক্ষণে আমার মভ এই ষে পুৰ্ব্বগত বিৰাদ স্মরণ না করিয়া ও মনের মালিন্য ত্যাগ করিয়া কোবাদের সহিত সলা েঅর্থাৎ সন্ধি করা উচিত ১ আফরাছিয়াবের পিজা পসঙ্ক ইহা শুনিয়া প্রধান সেনাপতি পিরানওয়াছ ও জামীর ও উজিরদিগের সহিত পরামশ করিয়৷ সন্ধি করাই স্থির হইল । তখন এই সকস বিবরণ সম্বলিত পত্র লিখিলেন যে তুর এরচের প্রতি প্রথমতঃ যে অত্যাচার করিয়াছিলেন তাহার পরিষোধ এরচের সন্তান মনুচেহর লইয়াছেন, অর্থাৎ ছলম ও তুরকে কাটিয়াছেন,তৎপরে তাহার পরিবৰ্ত্তে মামার পুণ্ড অফরাছিয়াব মনুচেহরের পুপ্র নও দরকে নষ্ট করিয়াছে পূনঃ পূনঃ যুদ্ধে স্বযুতার বৃদ্ধি এব• লোক হিংস ও দেশ উচ্ছন্ন হয়, অতএব পূৰ্ব্বে ফরেদু যে অংশ করিয়া উভয় অংশের মধ্যে যে নদী ব্যবধান করিয়া এপারে তুরান দেশের সীম৷ ওপরে ইরান দেশের সীম। নিদ্ধারিত করত অশ করিয়া দিয়াছিলেন আমার মানস্থ সেই নিয়ম বলবান রাখিয় ধৰ্ম্মত সপত দ্বার সূতন লিপিঃ ৰ'দ্ধ করিয়া বিবাদ ভঞ্জন করা উচিত; কারণ উভয়েই, ফরেদূর সন্তান ভ্রান্তীয় ভুতায় বিবাদ থাক ক্রমে অমঙ্গল বৃদ্ধি, এই পত্র নিজ চিহ্ণিত করিয়া কোবাদের নিকট পাঠাইলে কোবাদ তাহ জ্ঞাতে হইয়া উত্তর লিখিলেন যে এরচ ছলম শু তুরের সহিত সাক্ষ্যাৎ করিত্বে গিয়াছিলেন ছলম ও তুর তাহীকে বধ করিয়াছিলেন তাহার সন্তান মনুচেহর সেই