পাতা:সাহানামা.djvu/৯৪

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

. সাহানামা نهيانا ক্ৰোধে আপন পৈতৃক শত্রুকে নষ্ট করিয়াছিলেন পুনরায় । তোমার পৃণ্ড অফরাছিয়াব ইরানে আগমন করিয়া মনুচেহ রের পুত্র নওদরকেস’হার করিল,এবং তোমার কনিষ্টপুঞ্জ অগরিরছকে ইরানের বাদসহ করিবার মানসে জাল পত্র লিখিয়াছিল ? এই কথা শুনিয়া আফরাছিয়াৰ তাঙ্কার সহোদর আগরিরছকে নষ্ট করিল, তোমরা পুনঃ ২অন্যায় করিতেছে। অতএব ভূমি ও তোমারপুএ আফরাছিয়াৰ একত্র হইয়া ধৰ্ম্মত সপথ যুক্ত লিপি করিয়া সেই নিয়ম মত স্থির হইয়া থাক তবে আমি সন্ধি করি, রোন্তম কয়কোবাদকে কহিল এইক্ষণে আপনি সন্ধি কদাচিৎ করিবেন না, তাহার। কেবল আমার ভয়ে সন্ধি করিতে উদ্ধত হইয়াছে, জাল ও মেহরাব কোবসের বাদসহ প্রভৃতি সকল সরদার দিগকে লইয়া পরামশ করিলেন, ভাহারী সকলে কহিল আপনি নূতন ভক্তে বসিয়াছেন কিছুদিন বিবাদ নকরিয়াফরেদুর বিভাগ করা অ শে স্থির থাকিয়া প্রণয় বদ্ধ করা উচিত; পরে তাহার নিয়মবহির্ভূত আচরণ করে তখন বাহ কন্তৰ্য হয় তাহাই করা যাইবেক, এই স্থির করিয়া তুরানের বাদসাক্ষ পসঙ্কর সহিন্ত প্রণয় বন্ধ করিলেন; পরে কয়কোবাদ দান ও সুবিচার এমত করিলেন যে সকলে ফরেদু কে ৰিমৃতি হইল, আর কোবাদের সুবিচার দ্বার সূক্ষ্যাতি হইয়া অনেক দেশ ভাহার অধিকার হইল,একশত বৎসর বাদসাহি । করিয়৷ পরে তাহার চারি পুগুছিল জেষ্টর নাম কাউছদ্বিতী য়ের নাম আরস; ত্রিতীয়ের নাম রুছ; চন্তর্থের নাম এরমিন তা হারদিগকে ডাকাইয়া জেষ্ঠ কয়কাউছকে বাদসাহিত্ত্বে