পাতা:সাহিত্য-সাধক-চরিতমালা দ্বিতীয় খণ্ড.djvu/১০

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

জন্ম : বংশ-পরিচয় s অবস্থিতি ও অতি কষ্টে দিনপাত করিতে লাগিলেন। ঐ সময়ে, টেকুয়া ও চরখায় স্বত কাটিয়া, সেই স্থত বেচিয়া, অনেক নিঃসহায় নিরুপায় স্ত্রীলোক আপনাদের গুজরান করিতেন। দুর্গাদেবী সেই বৃত্তি অবলম্বন করিলেন।...এই সময়ে, জ্যেষ্ঠ পুত্র ঠাকুরদাসের বয়ঃক্রম ১৪৷১৫ বৎসর। তিনি, মাতৃদেবীর অনুমতি লইয়া, উপার্জনের চেষ্টায়, কলিকাতা প্রস্থান করিলেন।. কিছু দিন পরে ঠাকুরদাস আশ্রয়দাতার সহায়তায়, মাসিক দুই টাকা বেতনে, কোনও স্থানে নিযুক্ত হইলেন। এই কৰ্ম্ম পাইয়া, তাহার আর আহলাদের সীমা রহিল না। পূৰ্ব্ববং আশ্রয়দাতার · আশ্রয়ে থাকিয়া, আহারের ক্লেশ সহ করিয়াও, বেতনের দুইটি টাকা, যথানিয়মে, জননীর নিকট পাঠাইতে লাগিলেন।.দুই তিন বৎসরের পরেই, ঠাকুরদাস মাসিক পাচ টাকা বেতন পাইতে লাগিলেন। তখন তাহার জননীর ও ভাই ভগিনীগুলির অপেক্ষাকৃত অনেক অংশে, কষ্ট দূর হইল। এই সময়ে, পিতামহদেবও দেশে প্রত্যাগমন করিলেন । তিনি প্রথমতঃ বনমালিপুরে গিয়াছিলেন ; তথায় স্ত্রী, পুত্র, কন্য। দেখিতে ন পাইয়া বীরসিংহে আসিয়া, পরিবারবর্গের সহিত মিলিত হইলেন। সাত আট বৎসরের পর, তাহার সমাগমলাভে, সকলেই, আহলাদসাগরে মগ্ন হইলেন । শ্বশুরালয়ে, বা শ্বশুরালয়ের সন্নিকটে, বাস করা তিনি অবমাননা জ্ঞান করিতেন, এজন্য, কিছুদিন পরেই, পরিবার লইয়া, বনমালিপুরে যাইতে উদ্যত হইয়াছিলেন। কিন্তু, দুর্গাদেবীর মুখে ভ্রাতাদের আচরণের পরিচয় পাইয়া, সে উদ্যম হইতে বিরত হইলেন, এবং নিতান্ত অনিচ্ছাপূৰ্ব্বক, বীরসিংহে অবস্থিতি বিষয়ে সম্মতি প্রদান করিলেন । এইরূপে বীরসিংহ গ্রামে আমাদের বাস হইয়াছিল।