পাতা:সাহিত্য-সাধক-চরিতমালা দ্বিতীয় খণ্ড.djvu/১০৪

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

বিদ্যাসাগর ও বাংলা-সাহিত্য > * > ছাগলের বুদ্ধি।—এক ওয়েল্স্বদেশীয় ভদ্রসস্তান ক্রমে ক্রমে অভ্যাস করিয়া, স্বরাপানে অত্যন্ত আসক্ত হইয়াছিলেন। প্রতি দিন সময় বিশেষে শুড়ীর দোকানে গিয়া, বিলক্ষণ সুরাপান করিয়া আসিতেন। এই ব্যক্তি একটি ছাগল পুষিয়াছিলেন। ছাগলট, ক্রমে ক্রমে, তাহার অতিশয় অষ্টগত হইয়াছিল। তিনি যখন যেখানে বাইতেন, ছাগলটি তাহার সঙ্গে যাইত। সুরাপানের জন্যে, যখন তিনি শুড়ীর দোকানে যাইতেন, সে সময়েও ছাগলটি তাহার সঙ্গে যাইত। যখন তিনি স্বরা লইতেন এবং সুরা লইয়া পান করিতেন, সে সময়ে সে তাহার পাশে দণ্ডায়মান হইয় একদৃষ্টিতে নিরীক্ষণ করিত। ফলত, ছাগলটি এক দিনের জন্তেও তাহার কাছ ছাড়া হইত না । এক দিন তিনি কিঞ্চিৎ স্বর লইয়া ছাগলটির সম্মুখে ধরিলে, ছাগলটি আগ্রহ সহকারে পান করিল। সে অন্যান্য দিম স্বেরূপ স্বচ্ছন্দে আহার বিহার প্রভৃতি করিত, স্বরাপান নিবন্ধন নেশায় অভিভূত হইয়া, সে দিন সেরূপ করিতে পারিল না। পরদিন যখন তিনি স্বরাপান করিতে যান, ছাগলটি তাহার সঙ্গে গেল। কিন্তু অন্যান্য দিনের ন্তায় তাহার সঙ্গে দোকানের ভিতরে না গিয়া, কিঞ্চিৎ অস্তরে দাড়াইয়া রহিল। তিনি বারংবার ডাকিতে লাগিলেন, কিন্তু সে কিছুতেই দোকানের ভিতরে গেল না। অনন্তর তিনি নিজে পান করিয়া ছাগলকে পান করাইবার জন্য, কিঞ্চিৎ স্বর। লইয়। তাহার নিকটে উপস্থিত হইবা মাত্র, সে কাতরস্বরে চীৎকার করিতে লাগিল। ভিনি অনেক চেষ্টা পাইলেন, কিছুতেই ছাগলকে স্বরাপান করাইতে পারিলেন না। এই ব্যাপার দর্শনে তাহার জ্ঞানের উদয় হইল। তিনি স্পষ্ট বুঝিতে পারিলেন, ছাগল একবার মাত্র স্বরাপান করিয়া, স্বরাপানে