পাতা:সাহিত্য-সাধক-চরিতমালা দ্বিতীয় খণ্ড.djvu/১২

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

छ्छ-औदन *

  • আমি পঞ্চমবৰ্ষীয় হইলাম। বীরসিংহে কালীকান্ত চট্টোপাধ্যায়ের পাঠশালা ছিল। গ্রামস্থ বালকগণ ঐ পাঠশালায় বিদ্যাভ্যাস করিত। আমি তাহার পাঠশালায় প্রেরিত হইলাম। আট বৎসর বয়স পৰ্য্যস্ত তথায় শিক্ষা করিলাম। আমি গুরুমহাশয়ের প্রিয়শিয়া ছিলাম।

পিতামহদেবের দেহাত্যয়ের পর, পিতৃদেব আমায় কলিকাতায় আনা স্থির করিলেন। তদনুসারে, ১২৩৫ সালের কাৰ্ষিক মাসের শেষ ভাগে, আমি কলিকাতায় আনীত হইলাম। পূৰ্ব্বে উল্লিখিত হইয়াছে, বড়বাজারনিবাসী ভাগবতচরণ সিংহ পিতৃদেবকে আশ্রয় দিয়াছিলেন। তদবধি তিনি তদীয় আবাসেই অবস্থিতি করিতেছিলেন। যে সময়ে আমি কলিকাতায় আনীত হইলাম, তাহার অনেক পূৰ্ব্বে সিংহ মহাশয়ের দেহাত্যয় ঘটয়াছিল। এক্ষণে তদীয় একমাত্র পুত্র জগদ্ধ লভ সিংহ সংসারের কত্ত্ব। জগদ্দুভিবাবুর বাটীর অতি সন্নিকটে, শিবচরণ মল্লিক নামে এক সম্পন্ন সুবর্ণবণিক ছিলেন। তাহার বাটতে একটি পাঠশালা ছিল। ঐ পাঠশালায় তাহার পুত্র, ভাগিনেয়, জগদ্ধ লাভবাবুর ভাগিনেয়ের, ও আর তিন চারিটি বালক শিক্ষা করিতেন। কলিকাতায় উপস্থিতির পাচ সাত দিন পরেই, আমি ঐ পাঠশালায় প্রেরিত হইলাম। অগ্রহায়ণ, পৌষ, মাঘ এই তিন মাস তথায় শিক্ষা করিলাম। পাঠশালার শিক্ষক স্বরূপচন্দ্র দাস, বীরসিংহের শিক্ষক কালীকান্ত চট্টোপাধ্যায়ু অপেক্ষ, শিক্ষাদান বিষয়ে, বোধ হয়, অধিকতর নিপুণ ছিলেন। ফাল্গুন মাসের প্রারম্ভে আমি রক্তাতিসার রোগে আক্রান্ত হইলাম।.সংবাদ পাইবামাত্র, পিতামহীদেবী অস্থির হইয়া, কলিকাতায় উপস্থিত হইলেন, এবং দুই তিন দিন অবস্থিতি করিয়া, আমায়ু লইয়৷ বাট প্রস্থান করিলেন। বাটতে উপস্থিত হইয়া, বিনা