পাতা:সাহিত্য-সাধক-চরিতমালা দ্বিতীয় খণ্ড.djvu/১২৮

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

शैक्लि ि סיני לג-ה"ס כי לצ ৬৬ বংসর পূৰ্ব্বে, ১২৮৩ বঙ্গকে দীনবন্ধু মিত্রের জীবনী লিখিতে বসিয়া বঙ্কিমচন্দ্র বলিয়াছিলেন, "দীনবন্ধুর জীবনচরিত লিখিবার এখনও সময় হয় নাই।” কিন্তু দুঃখের বিষয়, প্রায় তিন পোয় শতাব্দী কালের মধ্যেও সে সময় আর বাঙালীর হইল না। অথচ ইহার সম্বন্ধেই বঙ্কিমচন্দ্র সে দিন লিখিয়াছিলেন, “এই বঙ্গদেশে দীনবন্ধুকে না-চিনিত কে? কাহার সঙ্গে তাহার আলাপ ও সৌহার্দ ছিল না?” সেই দীনবন্ধুকে আমরা বিস্তৃত হইতেছি। বাংলা সাহিত্যে দীনবন্ধুর স্থান আজ আর অস্বীকার করিবার উপায় নাই ; তাহার নিমৰ্চা, ঘটরাম, নদেরচাদ, হেমৰ্চাদ, লীলাবতী বাঙালীর দৈনন্দিন স্মৃতিতেও সজীব ; তাহার সধবার একাদশী, জামাই বারিক বাংলা দেশের সে-যুগকেও এ-যুগে সঞ্জীবিত করিয়া রাথিয়াছে; তাহার নীলদর্পণ আজ বাংলা দেশের ইতিহাসে স্থান পাইয়াছে। বঙ্কিমচন্দ্র দীনবন্ধুর জীবনচরিত লেখেন নাই ; আমরাও লিখিতেছি না। তাহার জীবনীর উপাদানমাত্র আমরা এই ক্ষুদ্র পুস্তিকায় লিপিবদ্ধ করিয়া রাখিলাম। ভবিষ্কৃতে বৃদি কোনও সাহিত্যরসিক বাঙালী বাংলা-সাহিত্যে দীনবন্ধুর ঋণশোধ করিতে প্রয়াসী হন, আমাদের এই উপকরণে র্তাহার সাহায্য হইবে।