পাতা:সাহিত্য-সাধক-চরিতমালা দ্বিতীয় খণ্ড.djvu/১৩

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

* * ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর চিকিৎসায়, সাত আট দিনেই, আমি সম্পূর্ণরুপে রোগমুক্ত হইলাম। জ্যৈষ্ঠ মাসের প্রারম্ভে, আমি পুনরায় কলিকাতায় আনীত হইলাম।... গুরুমহাশয়ের পাঠশালায় যত দূর শিক্ষা দিবার প্রণালী ছিল, কালীকান্ত চট্টোপাধ্যায়ের ও স্বরূপচন্দ্র দাসের নিকট আমার সে পৰ্য্যন্ত শিক্ষা হইয়াছিল। অতঃপর কিরূপ দেওয়া উচিত, এ বিষয়ে পিতৃদেবের আত্মীয়বর্গ স্ব স্ব ইচ্ছার স্ত্রী পরামর্শ দিতে লাগিলেন।...আমরা পুরুষানুক্রমে সংস্কৃতবাব পিতৃদেব অবস্থার . বৈগুণ্যবশতঃ, ইচ্ছাতুরূপ সংস্কৃত পড়িতে পা নাই ; ইহাতে র্তাহীর অন্ত:করণে অতিশয় ক্ষোভ জন্মিয়ছিল। তিনি সিদ্ধান্তু করিয়া রাখিয়ছিলেন, আমি রীতিমত সংস্কৃত শিথিয়া চতুষ্পাঠীতে অধ্যাপনা করিব।--তিনি বলিলেন, উপার্জনক্ষম হইয়া, আমার দুঃখ ঘুচাইবেক, আমি সে উদ্দেশে ঈশ্বরকে কলিকাতায় আনি নাই। আমার একান্ত অভিলাষ, সংস্কৃতসাস্থে কুতসিদ্ধ হইয়া দেশে চতুষ্পাঠী করিবেক, তাহা হইলেই আমার সকল ক্ষো দূর হইবেক । এই বলিয়া, তিনি আমায় ইংরেজী স্কুলে প্রবেশ বিষ,ে আন্তরিক অসম্মতি প্রদর্শন করিলেন। তাহারা অনেক পীড়াপীড় করিলেন, তিনি কিছুতেই সম্মত হইলেন না। মাতৃদেবীর মাতুল রাধামোহন বিদ্যাভূষণের পিতৃব্যপুত্ৰ মধুসূদন বাচস্পতি সংস্কৃত কলেজে অধ্যয়ন করিতেন। তিনি পিতৃদেবকে বলিলেন, আপনি ঈশ্বরকে সংস্কৃত কলেজে পড়িতে দে, ডাহা হইলে, আপনকার অভিপ্রেত সংস্কৃত শিক্ষা সম্পন্ন হই,ধক ; আর যদি চাকরী করা অভিপ্রেত হয়, তাহারও বিলক্ষণ সুবিধা আছে ; সংস্কৃত কলেজে পড়িয়া, যাহারা ল কমিটীর পরীক্ষায় উত্তীর্ণ হয়, তাহারা