পাতা:সাহিত্য-সাধক-চরিতমালা দ্বিতীয় খণ্ড.djvu/১৪২

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

রচনাবলী 8ణి আশা-তরি ভাসাইয়ে, সময়-সাগরে । কাটিয়াছে এত দিন, ধৈর্য্য হালি ধরে ॥ ছাড়ায়ে শীতল-ষষ্ঠী, ভাবাকুল মন । কত শোকে অশোকের, পায় দরশন ॥ অশোকে অধীর অঙ্গ, অনঙ্গ-তরঙ্গে । নানা ভাবোদয় মনে, প্রমদা-প্রসঙ্গে । কেহ বলে হেলে আর, নাহি পায় পানি। দেখি নাই মুখপদ্ম, ধরি পদ্মপাণি। মাঝের কদিন হোক, এখনি যাপন। অশোকে অরণ্য-ষষ্ঠ, করি উদ্যাপন। ফলে সহকার পরে, সুথের সঞ্চার । অরণ্যের আগমনে, আনন্দ অপার । সহসা জামাতা যত, উঠিল শিহরে। শুভ গমনের তরে, সুখে সজা করে ॥ কালনাগিনী-পেড়ে ধুতি, পরে সমাদরে। র্কোচার শেষের ফুল, ভাল শোভা করে ॥ শোভিছে লেটের জামা, পেটের উপর। অপরূপ কপ, আঁটা, চোনা সুন্দর। সবুজ-বরণে বারাণসীর উড়নি। সে উড়ানি নায়িকার, নয়ন-জুঃনি ॥ গলায় বিলাতি চেন্‌, পকেটেতে ঘড়ী। কাটা তার, প্রেম কাটা, বেঁধে ঘড়ী ঘড়ী ৷ কারপেটি জুতা পায়, শোভা পায় যত । জুতা নয়, সে জুতায়, জুতা মারে কত ॥