পাতা:সাহিত্য-সাধক-চরিতমালা দ্বিতীয় খণ্ড.djvu/১৪৬

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

রচনাবলী নিরাসনে চন্দ্রাননী তোমরা সকলে । আসনে অধম আমি বসিব কি বলে । বসিয়া বসাও যদি বসিবারে পারি। মা বলিলে কিসে বলি বলিবারে নারি ॥ হাসিয়ে কহিছে এক তরুণী কামিনী । হৃদয় জুড়াল শুনে মুমধুর বাণী ॥ প্রণয়-মন্দিরে তুমি নব উপাসক। জান নাই কোথা থাকে বকুল চম্পক ॥ পতির হৃদয়চক্র নারীর আসন । সতত বিরাজে তায় রমণী রতন । মুহূৰ্ত্তেক নিরাসনে নাহি কোন নারী। অতুক্ষণ বোসে আছে উপরি তাহারি ॥ প্রেম-চক্ষু-হীন তুমি দেখিতে ন পাও । সেই হেতু আমা সবে বসাইতে চাও । সরস উত্তর শুনি মোহিনীর মুখে । আসনে জামাই বসি কহিতেছে মুখে ॥ ক্ষম অপরাধ মম, তব পায় পড়ি। মানিলাম প্রেমে তুমি দিলে হাতে-খড়ি। কথার কৌশলে হাসি কহিছে রূপসী । আহা মরি! খাও কিছু শুৰ মূখ-শশী ॥ হাবা ছেলে বোবা হয় পীড়ির উপরে। বোবা বোবা বলে তবু বাক্য নাহি সরে ॥ কৌতুকে কামিনী কহে কৌশল-বচনে। “ওল মানো" বোল তবে ফুটিবে বনে। Yoo