পাতা:সাহিত্য-সাধক-চরিতমালা দ্বিতীয় খণ্ড.djvu/১৫১

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

H&br দীনবন্ধু মিত্র গোধূলিতে ধ্যান পূজা করি সমাপন। মুখাদ্য জামাই বাবু করেন ভক্ষণ । রঙ্গে ভঙ্গে কুরঙ্গময়লা-কুল সনে । আছেন পরম মুখে কথোপকথনে ॥ রহস্তে রজনী বৃদ্ধি, বলে রামাগণ । চল চল মনমথ, করিতে শয়ন ॥ খালক শলাজ সঙ্গে সানন্দে স্বরত। আইল শয়নাগারে পূর্ণ-মনোরথ । প্রিয়তমা সরোজিনী পালঙ্গ-উপরে। দেখে মুখ বাড়ে দিননাথের অস্তরে । সুবদনীগণে বলে মুমধুর স্বরে। মুরঙ্গে অনঙ্গ রস পালঙ্গ-উপরে ॥ নির্জনে নলিনী সনে কর প্রেমালাপ । আমরা থাকিলে হেথা বাড়িবে বিলাপ ॥ শ্যু-সরোবরে রাখি পদ্মিনী ভ্ৰমরে। লুকাইয়ে দেখে সব থাকিয়ে অন্তরে। কি কথা কহিবে কান্ত কারছে কামনা। ঘোমটা দেখিছে চেয়ে হইয়ে বিমন ॥ কি ভাবে ভাবনা প্রিয়ে, ভাবিয়ে না পাই । পরিণত বিধুমুখ, তাহে কথা নাই। রূপের গৌরবে বুঝি হয়ে গরৰিণী। প্রেমাধীন জনে দুখ দেও আদরিণি ॥ কামিনী কহিল কথা পীযুষের তারে। প্রভাতে ললিত যেন বাজিল সেতারে ॥