পাতা:সাহিত্য-সাধক-চরিতমালা দ্বিতীয় খণ্ড.djvu/১৫৩

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

2&a দীনবন্ধু মিত্র · ১। নীল দৰ্পণং নাটকং। ২ আশ্বিন ১৭৮২ শকাবা, ইং ১৮৬• । পৃ. ৯০+২ শুদ্ধিপত্র। নীল দৰ্পণং নাটকং নীলকর-বিষধর-দংশন কাতর-প্রজানিকর ক্ষেমঙ্করেণ কেনচিৎ পথিকেনাভিগ্রণীতং। ঢাকা শ্রীরামচন্দ্র ভৌমিক কর্তৃক বাঙ্গালাযন্ত্রে মুদ্রিত। শকাব্দী ১৭৮২ । ২ আশ্বিন। 'নীল-দৰ্পণ বাস্তব-ভিত্তির উপর রচিত। ‘ভারত-সংস্কারক" ( ৭ নবেম্বর ১৮৭৩) পত্রে প্রকাশ :– নীলকর-পীড়িত নিরাশ্রয় প্রজাদের জন্য তিনি যাহা করিয়াছেন, তজ্জন্য বঙ্গভূমি র্তাহার নিকট চিরদিন কৃতজ্ঞ থাকিবে। নদিয়া ও যশোহর জিলার অনেক স্থান ভ্রমণ করাতে নীলোপন্দ্রব সম্বন্ধে কতকগুলি বাস্তব ঘটনা জানিতে পারেন ও তাঁহাতে র্তাহার হৃদয় ব্যথিত হওয়াতেই তিনি নীলদর্পণ রচনা আরম্ভ করেন। নদিয়ার অন্তর্গত গুয়াতেলির মিত্র পরিবারের দুর্দশ নীলদর্পণের উপাখ্যানটির ভিত্তিভূমি।. Rißș*f vs. Ha Nil Durpun, or The Indigo Planting Mirror asso "A Native" or to wifts হইয়াছিল। অম্বুবাদক আর কেহই নহেন, স্বনামধন্ত মধুসূদন দত্ত। ২। নবীন তপস্বিনী নাটক। কৃষ্ণনগর, ১২৭০ সাল, ইং ১৮৬৩। ". »« ፃ ! ৩। বিয়ে পাগল বুড়ে (প্রহসন)। ইং ১৮৬৬। ইহা ১৮৬৬ সনের গোড়ায় প্রকাশিত ; ঐ বৎসরের ২১এ জুলাই বেঙ্গলী'সম্পাদক লিখিয়াছিলেন যে, তিন মাস পূর্বে প্রহসনখানির সমালোচনা প্রকাশিত হওয়া উচিত ছিল।