পাতা:সাহিত্য-সাধক-চরিতমালা দ্বিতীয় খণ্ড.djvu/১৫৯

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

* * Sళి দীনবন্ধু মিত্র হইতেন এবং হরিশ দীর্ঘজীবী হউক, জগদীশ্ব নিকটে এই প্রার্থনা করিতেন। কিন্তু ভারতবর্ষীয় সভার সভ্যগণের কি রাষ্ট! তাহদের কি পরিতাপ ! তাহারা অতি অল্প দিবসের মধ্যেই হরিশের অসাধারণ সহায়তা হইতে বঞ্চিত হইলেন। গত ৫৭ সালের মিউটিনির সময় যে সময় সেপাইগণ রাজবিদ্রোহিত করিয়াছিল সে সময় হরিশবাবু যে ক্ষমতা প্রকাশ করিয়াছিলেন, তাহা আমরা কখনই ভুলিতে পারিব না। সে কথা মনে করিতে গৈলে আমার অন্তকরণ অন্তকার সভার সমুদায় লোকের অন্ত:করণ ও ভারতবর্যের সমুদায় লোকের অন্ত:করণ কৃতজ্ঞতারসে আর্দ্র হয়। সেপাইদিগের অত্যাচারে ভারতবর্ষের প্রায় যাবতীয় ইংরাজলোকে রাগান্ধ হইয়া উরতবর্ষের সমুদয় লোকের প্রাণ সংহার করিবার জন্য চীৎকার-ধ্বনি করিতে লাগিলেন, তখন কাহার মাধ্য র্তাহাদের এই অসংগত মতে বিমত করে, তখন তাহাদের মতকে অন্যায় মত বলিলে ফাসি হয়, তখন র্তাহীদের বিরুদ্ধে একটা কথা কহিলে তদণ্ডে কাটিয়া ফেলে। আমন্ধ কোন কীটস্ত কীট। গবর্ণর জেনেরেল লর্ড ক্যানিং র্তাহীদের মতকে অন্যায় মত বলিয়াছিলেন বলিয়া তাহাকে পদচ্যত * করিবার কত চেষ্ট হইয়াছিল। এই ভয়াবহ সময়ে আমাদের হরিশ্চন্দ্র, আমাদের হিন্দু বন্ধু হরিশ্চন্দ্র, আমাদের সাহসী হরিশ্চন্দ্র চুপ করিয়া থাকিতে পারিলেন না। এক দিকে তিনি তাহার লেখনী দ্বারা স্বদেশের লোকদিগকে মাভৈ মাভৈঃ শব্দে সাহস দিতে লাগি ম, আর দিকে রাগান্ধ ইংরাজদিগের মতকে খণ্ড খণ্ড করিয়া কাটিতে লাগিলেন । এবং যে সন্ধুপায়, দ্বারা রাজবিদ্রোঠি । একেবারে নিরাকৃত হইবে এবং ইংরাজ-রাজ্য ভারতবর্ষে সগৌরবে চিরস্থায়ী হইবে তাহার প্রস্তাব করিতে লাগিলেন। আহা! হরিশ্চন্দ্র কিছুমাত্র প্রাণের শঙ্কা করিতেন