পাতা:সাহিত্য-সাধক-চরিতমালা দ্বিতীয় খণ্ড.djvu/১৭৩

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

3秒総 প্যারীচাঁদ মিন্ত্র করিয়াছিলেন। সততাই ছিল তাহার মূলমন্ত্র। ইংরেজ সওদাগরসম্প্রদায় তাহার সাধুতার প্রশংসা করিতেন। ফলে তিনি গ্রেট ইস্টার্ণ হোটেল কোং লিঃ, পোর্ট ক্যানিং ল্যাও ইনভেস্টমেণ্ট কোং, হাওড়া ডকিং কোং লিমিটেড প্রভৃতি বহু বিলাতী কোম্পানীর ডিরেক্টর নিৰ্ব্বাচিত হইয়াছিলেন। চায়ের ব্যবসাও তিনি ভাল বুঝিতেন; বেঙ্গল টী কোং, ডারাং টী কোং লিমিটেড প্রভৃতি র্তাহাকে বোর্ডের ডিরেক্টর করিয়াছিলেন। সাময়িক-পত্র পরিচালন ১৮৫৪ খ্ৰীষ্টাব্দে প্যারীচা, বন্ধু রাধানাথ সিকদারের সহযোগে, মহিলাদের উপযোগী একখানি মাসিক পত্র প্রকাশ করেন। ইহার নাম 'মাসিক পত্রিক ; প্রথম সংখ্যার প্রকাশকাল-১৬ আগস্ট ১৮৫৪ | 'মাসিক পত্রিকা" চারি বৎসর চলিয়াছিল। প্যারীচাদের ‘আলালের ঘরের দুলালের প্রায় সমগ্র অংশ প্রথমে ইহারই পৃষ্ঠায় (১ম বর্ষ, ৭ম সংখ্যা হইতুে) ধারাবাহিক ভাবে প্রকাশিত হইয়াছিল। মাসিক পত্রিকা প্রকাশের পূৰ্ব্বে প্যারীচা ইয়ং বেঙ্গলদের • মুখপত্র জানান্বেষণ’ ও ‘বেঙ্গাল স্পেকুটেটর’ পরিচালন ব্যাপারে যথেষ্ট সাহায্য করিয়াছিলেন। এই দুইখানি পত্রিকা হিন্দুকলেজের প্রাক্তন ছাত্র-দক্ষিণারঞ্জন মুখোপাধ্যায়, রসিককৃষ্ণ মল্লিক, রামগোপাল ঘোষ প্রভৃতির দ্বারা পরিচালিত হইত। জ্ঞানান্বেষণ’ ১৮৩: হইতে ১৮৪০ খ্ৰীষ্টাব পর্যন্ত চলিয়াছিল। 'বেঙ্গাল স্পেকৃটেটর’ ইংরেজী ও বাংলায় মুত্রিত দ্বিভাষিক পত্র, ১৮৪২ খ্ৰীষ্টাব্দের এপ্রিল মাসে প্রকাশিত হইয় SSLSSSMSSSMSSSMLSSSMSSSLSSS

  • “He [Radha Nanth Sickdar j conducted with me a monthly

Bengali Magasine called 'Masic Patrica' for about three ysars."--Psary Chand Mittra: A Biographical Sketch of David Hars, p. 82.