পাতা:সাহিত্য-সাধক-চরিতমালা দ্বিতীয় খণ্ড.djvu/১৭৬

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

কৃষি-বিষয়ে জ্ঞান ১৮৩ otsustafnstạst nel (The Calcutta Society for the Prevention of Cruelty to Animal); we on অক্টোবর মাসে এই সভা প্রতিষ্ঠিত হয় ; প্যারীচা প্রথমাবধি কাৰ্য্য- , নিৰ্বাহক সভার সন্ত ছিলেন। ১৮৮১ খ্ৰীষ্টারে জুন মাসে কোলসওয়া গ্রান্টের মৃত্যু হইলে তিনি সভার অবৈতনিক সম্পাদক নিযুক্ত হন। zwtg#g sifatifer fosta wel (The Bengal Social Science Association): Stro &to whosts to প্যারীচাদ ও এইচ. বেভারলী, সি-এস এই প্রতিষ্ঠানের যুগ্ম অবৈতনিক সম্পাদক নিযুক্ত হইয়াছিলেন। ১৮৭৫ খ্ৰীষ্টাব্দের শেষার্দ্ধে প্যারীচঁাদ এই পদ ত্যাগ করেন । কৃষি-বিষয়ে জ্ঞান ১৮২০ খ্ৰীষ্টাব্দে পাদরি উইলিয়ম কেরা এগ্রিকালচারাল এগু হর্টিকালচারাল সোসাইটি অব ইণ্ডিয়া প্রতিষ্ঠা করেন। ১৮৪৭ খ্ৰীষ্টাব্দের জুলাই মাসে প্যারীচাঁদ এই প্রতিষ্ঠানের সদস্য নির্বাচিত হন। এই সমাজ হইতে প্রকাশিত Journal-এ প্যারীচাদের কোন কোন রচনা প্রকাশিত হইয়াছিল। দেশীয় লোকদের মধ্যে কুধি-বিষয়ে জ্ঞান গ্রচারের উদ্দেশ্বে ১৮৫৪ খ্ৰীষ্টাব্দে প্যারীচাঁদের প্রস্তাবে এই সভার Transactions ও Journal হইতে প্রবন্ধাদি বাংলা ভাষায় প্রচার করিবার জন্য একটি অনুবাদসমিতি গঠিত হয়। সমিতির চেষ্টায় ‘ভারতবর্ষীয় কৃষিবিষয়ক বিবিধ **' (The Agricultural Miscellany) offs & প্যারীচঁাদ ইহা সম্পাদন করিতেন। এই পুস্তকের ১ম-২য় খণ্ড ১৮৫৩,