পাতা:সাহিত্য-সাধক-চরিতমালা দ্বিতীয় খণ্ড.djvu/১৭৮

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

* - § o প্রেততত্ত্বের মালোচনা >\-r& The name Haladhara is usually derived from Hala or plough which the God used as his armour of offence, There is a distinct treatise on agriculture in Sanskrit and several long passages in the Smritis and the Tantras containing rules for agrlomlture. Yours sineerely, Rajendralala Mitra, এই সকল রচনা হইতে কৃষি-বিষয়ে প্যারীচাদের গভীর জ্ঞানের পরিচয় পাওয়া যায়। ১৮৬৪ খ্ৰীষ্টাব্দের জানুয়ারি মাসে ছোট লাট সাবৃ সিসিল বীড়নের যত্নে বেলভেডিয়ারে যে বিরাটু কৃষি-প্রদর্শনী হয়, তাহার Produce বিভাগের বিচারক নির্বাচিত হইয়াছিলেন প্যারীচঁাদ । প্যারীচাঁদ এগ্রিকালচারাল এণ্ড হটকালচারাল সোসাইটির সদস্য ত ছিলেনই, ১৮৫৭ হইতে ১৮৮১ খ্ৰীষ্টাব্দের মধ্যে তিনি দশ বৎসর এই সমাজের সহকারী সভাপতির পদ অলঙ্কৃত করিয়াছিলেন। ১৮৭১ খ্ৰীষ্টাব্দের মার্চ মাসে তিনি এই প্রতিষ্ঠানের "অমরারি মেম্বর” নিৰ্বাচিত হন ; বাঙালীদের মধ্যে তিনিই সৰ্ব্বপ্রথম এই সম্মান লাভ করেন। এই প্রতিষ্ঠানের জন্য-বিশেষত: দেশে কৃষিকৰ্ম্মের উন্নতির জন্য প্যারীচঁাদ যাহা করিয়া গিয়াছেন, সে-কথা কৃতজ্ঞচিত্তে স্মরণ করিয়া, সোসাইটি প্যারীচাদের একখানি চিত্র কার্য্যালয়ে প্রতিষ্ঠিত করেন ( ইংলিশম্যান, ১৫ জানুয়ারি ১৯২৪ )। (প্রততত্ত্বর আলোচনা প্যারীচাদ খড়দহের প্রাণকৃষ্ণ বিশ্বাসের কন্যা বামাকালীকে বিবাহ করিয়াছিলেন। ১৮৬০ খ্ৰীষ্টাব্দে বিপত্নীক হইলে তিনি ক্রমশ: প্রেততত্ত্বের ( Spiritualism ) দিকে আকৃষ্ট হইয়া পড়েন। প্রথম জীবনে তিনি প্রচলিত হিন্দুধৰ্ম্ম অত্যায়ী মূর্তিপূজক ছিলেন ; কিন্তু কালক্রমে ব্রহ্মবাদী হইয়া উঠেন। তাহার On the Sout পুস্তকের ভূমিকায় প্রকাশ —