পাতা:সাহিত্য-সাধক-চরিতমালা দ্বিতীয় খণ্ড.djvu/১৮৪

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

3. রচনাবলী $3) হইয়াছিল, তাহাতে দুইটি উল্লেখযোগ্য কাৰ্য সম্পাদিত হয়। ২২৬৮ টাকা ব্যয়ে প্যারীচাদের একটি আবক্ষ মৰ্ম্মরমূৰ্ত্তি টাউনহলে প্রতিষ্ঠিত হইয়াছিল (৫ জানুয়ারি ১৮৮৬); ভাস্কর—সিনর জেফ্লোস্কি (Signor Geflowsky)। ইহা ছাড়া স্মৃতি-সমিতি ৭ মে ১৮৮৬ তারিখে কলিকাতা বিশ্ববিদ্যালয়ের হস্তে পাচ শত টাকা দিয়া একটি গচ্ছিত তহবিলের স্বষ্টি করেন। এই তহবিলের স্বদে প্রতি বৎসর, বি-এ পরীক্ষায় দর্শনশাস্ত্রে অনার্সে যিনি সৰ্ব্বোচ্চ স্থান অধিকার করিবেন, র্তাহাকে (যদি তিনি সেই বংসর অন্য কোন বিষয়ে পদক না পান ) একটি রৌপ্য-পদক দিবার বন্দোবস্ত হয়। পাদরি কৃষ্ণমোহন বন্দ্যোপাধ্যায় শোক-সন্তপ্ত মিত্র-পরিবারকে একখানি পত্র লিখিয়াছিলেন, তাহার কিয়দংশ উদ্ধৃত করিতেছি : ...He was a link of union between Enropean and Native Society which will be regretted now as a “missing link" by both those communities. No one was more fitted for the highest position open to native ambition than he was, and yet despising worldly ambition and indifferent to self-interest he adhered to the interests of his country and iaboured indefatigably for those intereotB. (27 November 1888) রচনাবলী বাংলঃ প্যারীচঁাদ বাংলায় যে-সকল গ্রন্থ রচনা করিয়াছিলেন, তাহার একটি কালামুক্রমিক তালিকা দিতেছি। বন্ধনী-মধ্যে প্রদত্ত ইংরেজী প্রকাশকাল বেঙ্গল লাইব্রেরি-সঙ্কলিত মুদ্রিত পুস্তকাদির তালিকা হইতে গৃহীত।