পাতা:সাহিত্য-সাধক-চরিতমালা দ্বিতীয় খণ্ড.djvu/১৯৮

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

প্যারীচঁাদ মিত্র ও বাংলাসাহিত্য 改骨教 বাহির শিমলের বাঞ্ছারাম বাবুর বাটতে আসিয়া উপস্থিত হইলেন। বাঞ্ছারাম বাৰু বৈঠকখানার উকিল বটলর সাহেবের মুতম্বদি—আইন আদালত—মামল মকদ্দমায় বড় ধড়িবাজ । মাসে মহিলা ৫০২ টাকা কিন্তু প্রাপ্তির সীমা নাই, বাটীতে নিত্য ক্রিয়াকাণ্ড হয়। র্তাহার বৈঠকখানায় বালীর বেণীবাবু, বহুবাজারের বেচারামবাবু, বটতলার বক্রেশ্বর বাবু আসিয়া অপেক্ষা করিয়া বসিয়াছিলেন। বেচারাম। বাবুরাম! ভাল দুধ দিয়া কাল সাপ পুষিয়াছিলে। তোমাকে পুনঃ২ বলিয়া পাঠাইয়াছিলাম আমার কথা গ্রাহ কর নাই —ছেলে হতে ইহকালও গেল—পরকালও গেল। মতি দেদীর মদ খায়—জোয়া খেলে—অখাদ্য আহার করে। জোয়া খেলিতে ২ ধরা পড়িয়া চৌকিদারকে নির্ঘাত মারিয়াছে। হল, গদা ও আর২ ছোড়ার তাহার সঙ্গে ছিল । আমার ছেলেপুলে নাই। মনে করিয়াছিলাম হলা ও গদা এক গণ্ডুষ জল দিবে এখন সে গুড়ে বালি পড়িল। ছোড়াদের কথা আর কি বলিব ? দুর২ | ‘মদ খাওয়া বড় দায় জাত থাকার কি উপায়’ ঃ মাতালের কাছে যে সকল লোক যায় তাহারা লক্ষ্মীর বরযাত্রী— মদের লোভেই যায়—মদ না পাইলে সম্পর্ক কি ? ভবানীবাবু সকলকে ভাল রকম মদ আর যুগিয়ে উঠতে পারিলেন না, আপনি বিলাতি রকম খান, অন্তকে ধেনে গোছ দেন। সঙ্গি বাবুদের বরাবর মিছরি খাইয়া মুখ খারাপ হয়েছিল, এখন মুড়ি ভাল লাগবে কেন ? সুতরাং তাহারা ক্রমে২ ছটকে পড়িতে লাগিল। ভবানীবাবুর এমন অভ্যাস হইয়াছিল কেহ কাছে থাকুক বা না থাকুক আপনি প্রত্যহই পূর্ণ মাত্রাট লইবেন। এই প্রকার ভাবে কিছুকাল থাকেন, দৈবাৎ একদিন তাহার পক্ষাঘাত হইল, এক হাত ও এক পা অবশ হইয়া