পাতা:সাহিত্য-সাধক-চরিতমালা দ্বিতীয় খণ্ড.djvu/২০০

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

প্যারীচঁাদ মিত্র ও বাংলা-সাহিত্য १९१ বলিলেন—ভবানি! তুমি জারাম হবে, আর কোন ভয় নাই—আমি তোমার কাছ থেকে টাকাকড়ি লব না, তুমি যে ভাল হইলে এই আমার পরম আহলাদের বিষয়, কিন্তু আমার একটি কথা শুনিতে হইবে ; তোমার রোগ মদ খাবার দরুণ—তোমাকে একেবারে মদ ত্যাগ করিতে হইবে—মদ খাওয়াতে তোমার সর্বনাশ হইয়াছে, পুনরায় তোমার এরূপ পীড়া হইলে কোন প্রকারেই বাচিবে না। ডাক্তর সাহেৰ গমন করিলে ভবানীবাবুর মাতা বলিলেন-বাবা!" আমার মাথা খাও, ডাক্তরের কথাটি শুনিও ! আমাকে খেতে পরতে দাও বা না দাও সে ক্লেশ বড় ক্লেশ নহে, তুমি ভাল থাকিলেই খামার লক্ষ লাভ। ক্ষণেক কাল পরে স্ত্রী পায়ে হাত বুলাইতেই বলিলেন— আমার বড় ভাগ্য যে আবার এ পায়ে হাত দিতে পাইলাম, প্রায় দশ বৎসর হইল বেঁচে আছি কি মরে গিয়েছি একবার জিজ্ঞাসাও কর নাই—বড় অধৰ্ম্ম না হইলে স্ত্রীজন্ম হয় না—আমরা অবলা—আমাদের কোন চারা নাই—তোমরা যা করবে তাই সহিতে হবে—কখন আমার মুখ দেখ নাই—বরং সৰ্ব্বদা গালি দিয়াছ তাতে আমার খেদ নাই-আমি আর জন্মে যেমন কৰ্ম্ম করেছি, তেমনি ফল হচ্ছে— আমার কপালে মুখ না থাকিলে কোথা থেকে হবে ? সে যাহা হউক, এখন এই ভিক্ষ দাও আর বাওতুলি রকমে চলিও না। আমি তোমার কাছে টাকাকড়ি চাই নে—গতর থাকলে দাসীগিরি করিয়া ছেলেদের খাওয়া পর দিতে পারব, এই মাত্ৰ চাহি তুমি ভাল থাক— তোমার রোগ আর যেন আমাকে দেখতে হয় না। পরে বড় পুত্রটা আসিয়া নিকটে বসিয়া কিছু কাল চুপ করিয়া রহিলেন-ইচ্ছা হইল, কিছু বলিবেন কিন্তু মুখ বাধু করে, অবশেষে ভরসা করিয়া প্রথমে আদগ২ কহিতে লাগিলেন পরে বলিলেন—বাবা স্কুলে গেলে সকলে