পাতা:সাহিত্য-সাধক-চরিতমালা দ্বিতীয় খণ্ড.djvu/২১৬

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

হিন্দুকলেজ }} হিন্মুকলেজ প্রথম হইতেই ভাড়াটা বাড়ীতে অবস্থিত ছিল। কলেজ-সংক্রান্ত যাৰতীয় ব্যয় হিন্দুদের এককালীন স্থান হইতে প্রাপ্ত श ७ शंबरबउन श्रेष्ठहे गन्गूर्व निश्ठि श्हेर्छ। ४०० बैंडेक श्रँठ किडू कण इॉबराद्र निरुझे इहेरठ cरठनं ण७द्र श्रेष्ठ न । স্কিলেজের প্রথম দলের ছাত্রদের মধ্যে প্রগাকুরে ঠাকুর,শিবাজ । ঠাকুর, তারাটা চক্ৰৱৰ্ত্তী প্রভৃতির নাম উল্লেখযোগ্য। ... কলেজের । নির্দিষ্ট আয় হইতে ব্যয় সঙ্গুলান কঠিন হইয় পড়িলে কলেজ-কমিটি ১৮২৩ খ্ৰীষ্টাব্দে অর্থসাহায্য প্রার্থনা করিয়া সরকারের নিকট আৰোম করেন। এই আবেদনের ফলে নূতন গৃহ নিৰ্ম্মাণ না হওয়া পর্যাপ্ত ঘরভুড়ে এবং একজন বিজ্ঞান-অধ্যাপকের বেতন বাবদে সরকার মাসে দুই শত আশী টাকা মঞ্জুর করিলেন। এই সাফল্যের মূলে ছিল— রাধাকাস্তের আগ্রহ ও চেষ্টা । অত:পর সংস্কৃত কলেজের জন্তু কলিকাতা পটলডাঙ্গায় গৃহনির্মিত হইলে তাহার এক অংশে ছিন্দুকলেজ ১ মে ১৮২৬ তারিখে উঠয় আসে। এই মাস হইতে হেনরি লুই ভিভিয়ান ডিরোজিও হিন্দুকলেজে শিক্ষকের পদে বৃত হন। এই সময় কলেজ-পরিচালনায়ও কতকটা নূতনত্ব ঘটে। ১৭ এপ্রিল ১৮২৫ তারিখে ছিন্দুকলেজের কোষাধ্যক্ষ জোসেফ ব্যারেটাে কোম্পানী দেউলিয়া হওয়ায় মূলধন উদ্ধারের আশা রহিল না। কলেজ-কর্তৃপক্ষকে অগত্যা সাহায্যের জন্ত সরকারের দ্বারস্থ হইতে হইল। সরকার, কলেজকে একটি মাসহার দেওয়া স্ট্রির করেন, কিন্তু সঙ্গে সঙ্গে এই সৰ্ব করা হইল যে, সরকার-তরফেও কমিটিতে এক বা একাধিক প্রতিনিধি থাকিয়া কলেজ-পরিচালনাকার্য্যে সহায়তা করিবেন। ডক্টর হোরেস হেমান উইলসন সরকার-পক্ষে কমিটিতে গৃহীত হইয়৷ ইহার ভাইস-প্রেসিডেন্ট হইলেন। ডেভিড হেয়ার ১৮১৯ সান হইতে