পাতা:সাহিত্য-সাধক-চরিতমালা দ্বিতীয় খণ্ড.djvu/২১৮

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

হিন্মুকলেজ 3 রাধাকান্ত দেব প্রতিষ্ঠানটিকেই বড় করিয়া দেখিয়াছিলেন। এ কথা নিঃসলেছে বলা চলে যে, তিনি তখন ঐক্ষপ দৃঢ়তা অবলম্বন করায় হিন্দুকলেজ আসন বিপদ হইতে রক্ষা পাইয়াছিল। ইহার পর হইতে কলেজের শিক্ষক নিৰ্বাচনে রাধাকান্তবে বিশেষ সতর্ক হইলেন। ডিরোজিওর অপসারণের অব্যবহিত পরেই কলেজের প্রধান শিক্ষক ডি. আনসেল্স্ পদত্যাগ করেন। তাছার স্থলে জি. টি. এফ. স্পীড প্রধান শিক্ষক নিযুক্ত হন। তাছার নিয়োগ অনুমোদন করিয়া রাধাকান্ত র্তাহাকে যে পত্র লেখেন ( ৮ জুলাই ১৮৩১), তাহার একটি অংশ এই,— Allow me therefore to recommend that you should pay strict attention equally to the study and morals of the Hiudoo students and adhere to the rules and regulations passed to the effect and be careful to check any evils similar to those for which one of the teachers was recently removed. ঠিক এই সময় হইতেই কলিকাতায় কয়েক জন খ্ৰীষ্টান পারি কলেজের নব্যশিক্ষিত ছাত্রদের নিকট খ্ৰীষ্টতত্ত্ব-প্রচারে উদ্‌গ্ৰীব হইলেন। তাদের মূল উদ্বেত ছিল—হিমু যুবকদের খ্ৰীষ্টধর্মে দীক্ষিত করা। ইহার স্বচনা হয় সাধারণ সভায় পাদরিজের বক্তৃতাদানের ব্যবস্থা দ্বারা। কলেজ-কমিটি পূৰ্ব্ব হইতেই সতর্ক হইয়াছিলেন। তাছাদের আদেশে ছাত্রগণকে ঐ সব বক্তৃতা শ্রবণ হইতে নিরস্ত করা হইল। কোন পারি বা অজ্ঞাতকুলশীল ইংরেজ যাহাতে হিন্দুকলেজের অধ্যাপক নিযুক্ত না হয়, সে দিকে রাধাকান্ত দেবের তীক্ষ দৃষ্টি ছিল। রামমোহনের বন্ধু উইলিয়ম এডামকে ব্যবহারশাস্ত্র ও অর্থনীতির অধ্যাপক নিয়োগের প্রস্তাব হইলে তিনি উইলসনকে ১৯ জানুয়ারি ১৮৩২ তারিখে লেখেন,— For my part I cannot sntrust the morals and education of those I regard, to such an one that was once a Missionary, then