পাতা:সাহিত্য-সাধক-চরিতমালা দ্বিতীয় খণ্ড.djvu/২১৯

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

$8 রাধাকান্ত দেৰ , a Waldantic or disciple of Ramnachan Boy and lastly a Unitarian.” ইহার পর বিলাত হইতে কোর্ট আৰু ডিরেক্টস জেম্স এডালনকে কলেজের অধ্যক্ষ-পদে নিয়োগের স্বপারিশ করিয়া ভারত সরকারকে পত্র লেখেন।' কলেজ-কমিটির দেশীয় সদস্তগণের ঘোরতর আপত্তি থাকায় এ প্রস্তাব পরিত্যক্ত হয়। বলা বাহুল্য, এ বিষয়েও রাধাকান্ত অগ্রণী হইয়াছিলেন। সপারিষদ বড়লাট লর্ড বেণ্টিঙ্ক ১৮৩৫ খ্ৰীষ্টাব্দে ধাৰ্য্য করেন যে, হিন্দুকলেজ-কমিটির সকল সভ্যই জেনারেল কমিটি অব পালিক ইনষ্ট্রাকশন বা সরকার-নিযুক্ত শিক্ষাবিষয়ক কমিটির সম্মানিত সাপ্ত (Honorary Member) হইবেন এবং ইহার কার্য্য-পরিচালনে সহায়তা করিবার জন্ত উহা দুই জনকে এই কমিটিতে প্রেরণ করিতে পরিবেন। ১৮৩৫ খ্ৰীষ্টারে ৮ই মে কলেজ-কমিটি রাধাকান্ত দেব ও রসময় দত্তকে শিক্ষা-কমিটিতে প্রতিনিধি নির্বাচন করিয়া পাঠান। ગન્ગ ૭ ‘૦૭ કરે श्हें বৎসর এবং পরে ১৮৪১-৪২, ৪২-৪৩, ৪৩-৪৪, এই তিন বৎসর রাধাকান্তু দেব ইহার সমস্ত ছিলেন। কিলেজে ইংরেজী শিক্ষার উপরই বিশেষ জোর দেওয়া হইত। স্বতরাং ছাত্রদের বাংলার মাধ্যমে স্ব ভাবে শিক্ষা দিবার জন্তু ১৮৩৯, ১৪ই জুন কলেজের সংলগ্ন একটি বাংলা পাঠশালা প্রতিষ্ঠিত হইল। রাধাকান্ত দেৰ পাঠশাল-প্রতিষ্ঠায় অগ্রণীদের মধ্যে এক জন ছিলেন। ইহার কার্ঘ্য পরিচালনে ছাত্রনের পরীক্ষাটি গ্রহণে ও শান্ত বিষয়ে তিনি বিশেষভাৰুে সাহায্য করিতেন। ১৮৪১ খ্ৰীষ্টাব্দে হিন্মুকলেজ পরিচালনে বিশেষ পরিবর্তন সাধিত হয়। এত দিন গৃবর্মেন্ট অর্থসাহায্য করিলেও, কলেজ-সংক্রান্ত বিষয়ে কমিটির