পাতা:সাহিত্য-সাধক-চরিতমালা দ্বিতীয় খণ্ড.djvu/২৪০

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

সংস্কৃত শিক্ষা *t অভিধান প্রকাশ সম্পূর্ণ হইতে তাছার চল্লিশ বৎসরেরও অধিক সময় লাগিয়াছিল। সপ্তম খণ্ড প্রকাশিত হইলে এই অভিধানখানি সঙ্কলনের ইতিহাস সম্পর্কে তিনি ম্যাক্সমূলরকে ১৮৫১, ১৮ই নবেম্বর এইরূপ লেখেন,— When I ventured to assume the character of a Lexicographer my most ambitious wish was but to revive the study of Sanscrit in my own country where it has been on the decline. But I should not dissemble that love of fame stimulated my exertion through worldly tribulations where patience must have failed and perseverance wearied. I have devoted the greatest portion of my life and no inconsiderable labour and expense to the execution of the work and though as an Encyclopediat I have no claims to originality or to the merits of a genius yet I trust my industry and applies. £ion witl at least be applauded when I may be considered as a pioneer of Banscrit learning. উদ্ধৃত অংশে রাধাকান্ত দেবের ‘শব্দকল্পক্রম’ প্রকাশের উদেও স্বব্যক্ত । বিভিন্ন দেশের পণ্ডিতমণ্ডলী ইহার ব্যবহারে বিশেষ উপকৃত হন ও সঙ্কলয়িত রাধাকান্ত দেবের ভূয়সী প্রশংসা করেন। ইউরোপের বহু নৃপতির নিকট হইতে রাধাকাপ্ত পদক ও পুরস্কার লাভ করিয়াছিলেন। ১৮৫৮ খ্ৰীষ্টাৰো পরিশিষ্ট খণ্ড প্রকাশের পর ‘শব্দকল্পক্রম’-এর কাৰ্য্য পরিসমাপ্তি হয়। ইহার এক বৎসর পরে, ১৮৫৯, ২৫এ নবেম্বর কলিকাতাস্থিত রাধাকাপ্ত দেবের স্বদেশবাসীরা এবং ইউরোপীয় মনীষীরা তাহাকে একথালি মানপৰ প্ৰদান করেণ । মানপত্রাতাদের মধ্যে প্রতাপচজ সিংহ, সত্যচরণ ঘোষাল, দেবেন্ত্রনাথ ঠাকুর, জয়কৃষ্ণ মুখোপাধ্যায়, যতীজমোহন ঠাকুর, রাজেজলাল মিত্র, রাজেজ মল্লিক, রমাপ্রসাদ রায়, রামগোপাল ঘোষ, প্যারীচাঁদ মিত্র, হরি ভকং ( নেপাল মহারাজার প্রতিনিধি ), শম্ভুনাথ পণ্ডিত, অমুকুলচন্দ্র