পাতা:সাহিত্য-সাধক-চরিতমালা দ্বিতীয় খণ্ড.djvu/২৫৮

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

সৰ্ব্ববিধ শিক্ষ-প্রচেষ্টায় ও সমাজ-কল্যাণে বৃত থাকিলেও রাধাকাঙ্ক আসলে ছিলেন সাহিত্যসেবী। আবাঁ, ফার্সা, সংস্কৃত, বাংলা, ইংরেজী-এই পাঁচটি ভাষা তিনি সমভাবে আয়ত্ব করিয়াছিলেন। পাণ্ডিত্যের নিদর্শন তাহার বহু পুস্তকে লিপিবদ্ধ আছে। রাধাকাণ্ডবিরচিত ও সঙ্কলিত গ্রন্থগুলি এই— ১। নীতিকথা। এপ্রিল ১৮১৮ । পৃ. ৩৫। নীতিকথা পাঠশালার নিমিত্তে কলিকাতা স্কুলবুক সোসাইটির দ্বারা বাঙ্গাঙ্গা ভাষার তর্জমা করিয়া সংগ্রহ ও মুদ্রিত করা গেল C, 8, B. S. কলিকাত ঐবিশ্বনাথ দেবের ছাপাখানায় ছাপা হুইল ইং ১৮১৮ এপ্রিল মাস ংরেজী ও আবী হইতে ৩১টি কাহিনী বাংলায় অনুবাদ করিয়া ইহাতে প্রকাশ করা হইয়াছে। এই অম্বুবাদ করেন রাধাকান্তু দেব, তারিণীচরণ মিত্র ও রামকমল সেন * يا 4-ه لا يالا ج ا يَة تتRaةaTة اه শঞ্চ কল্পদ্রুম: অর্থাৎ এতদ্ধেশস্থ সমস্ত কোধাশেষ শাস্ত্র সঙ্কলিতাকারাদি বর্ণক্রম বিষ্ঠস্ত ধাতু শৰ তাম্ববহ লিঙ্গ নানার্থ পৰ্যায় প্রমাণাদি সহিত তত্তচ্ছক প্রসঙ্গোথিত কাব্যালঙ্কার ছন্দঃ প্রভৃতি লক্ষণোধারণ দ্রব্যগুণ রোগনিদান স্মৃতি ব্যবস্থাধি সংযুক্ত সৰ্ব্বদর্শন মতান্ত্রসারি সংস্কতাভিধাণং প্রথম খণ্ড ১৮১৯ খ্ৰীষ্টাব্দে ও শেষ (সপ্তম ) খণ্ড ১৮৫১ খ্ৰীষ্টাৰো প্রকাশিত হয়। পরিশিষ্ট খণ্ড প্রকাশিত হয় ১৮৫৮ খ্ৰীষ্টাব্দে।

  • এ সম্বন্ধে সাহিত্য-সাধক-চরিতমালার প্রযুক্ত ব্রজেন্দ্রনাথ বাল্যাপাধ্যায়-কৃত ১৪সংখ্যক গুপ্তষ্ক ফোর্ট উইলিয়ম কলেজের গণ্ডিত, পৃষ্ঠ২৩-২৪ খ্ৰীষ্টৰ