পাতা:সাহিত্য-সাধক-চরিতমালা দ্বিতীয় খণ্ড.djvu/২৭

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

૨8 ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর সংস্কৃত কলেজের অ্যাসিষ্ট্যান্ট সে : ১৮৪১ খ্ৰীষ্টাব্দের ২৯ ডিসেম্বর হইতে ১৮৪৬ খ্ৰীষ্টাব্দের ৩ এপ্রিল, পর্য্যন্ত চার বৎসর চার মাস ফোর্ট উইলিয়ম কলেজের সেরেস্তাদারের কৰ্ম্ম করিয়া, ৬ এপ্রিল ১৮৪৬ তারিখে বিদ্যাসাগর মাসিক ৫০ বেতনে সংস্কৃত কলেজের অ্যাপিষ্ট্যাণ্ট সেক্রেটরীর কার্য্যভার গ্রহণ করেন ; এই সময় তাহার বয়স ২৫ বৎসর । ইহার কয়েক দিন পরেই—১৩ই এপ্রিল সাহিত্যের অধ্যাপক জয়গোপাল তর্কালঙ্কারের মৃত্যু হয়। কলেজের সম্পাদক রসময় দত্ত এই শূন্ত পদে বিদ্যাসাগরকেই বসাইবেন স্থির করিয়াছিলেন। এই পদ গ্রহণ করিলে তাহার মাসিক আয় আরও ৪০ বাড়িত। কিন্তু এ কাজ তিনি তাহার সতীর্থ মদনমোহন তর্কালঙ্কারকে ছাড়িয়া দিলেন। তর্কালঙ্কার তখন ৫০ বেতনে কৃষ্ণনগর কলেজের হেড পণ্ডিত । বিদ্যাসাগর উৎসাহের সহিত সংস্কৃত কলেজের কাজ করিতে লাগিলেন। সম্পাদকের সাহায্যে উপকরণ সংগ্ৰহ করিয়া তিনি ১৯ সেপ্টেম্বর ১৮৪৬ তারিখে এক উন্নত প্রণালীর পঠন-ব্যবস্থার রিপোর্ট সম্পাদকের হস্তে দিলেন। এই বৎসর সেপ্টেম্বর মাসে সংস্কৃত কলেজের যে বৃত্তিপরীক্ষা হয়, মেজর মাশেল জাহার পরীক্ষক ছিলেন ; তিনি পরীক্ষার্থী ছাত্রবৃন্দের কৃতিত্ব সম্বন্ধে তাহার মন্তব্যের এক স্থলে বিদ্যসাগরের রিপোর্টের উচ্চ প্রশংসা করেন। তিনি লেখেন :– The Assistant Secretary consulted me some time ago on a plan of study which he had prepares; at a great sacrifice of time and labour. The suggestions thereil t intained appeared to me well adapted to produce order 3 save time, and to secure to each subject of study the degree of attention which it deserves; as such I would beg strongly to recommend the Council to give it a