পাতা:সাহিত্য-সাধক-চরিতমালা দ্বিতীয় খণ্ড.djvu/২৮

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

সরকারী চাকুরী trial. If I am not much mistaken, the result would proyo 址 satisfactory.” 阿 বিদ্যাসাগর মেজর মাশেলের দক্ষিণ-হস্তস্বরূপ ছিলেন—এ কথা সম্পাদক রসময় দত্ত জানিতেন । বিদ্যাসাগর তদীয় রিপোর্টটি মাশেলের গোচর না করিলে, মাশেলের পক্ষে এই প্রস্তাবিত পঠন-ব্যবস্থার কথা জান বা তৎসম্বন্ধে কোনরূপ মন্তব্য করা কখনই সম্ভবপর হইত না । এই কারণে সম্পাদক রসময় দত্ত সহকারীর প্রতি মনে মনে রুষ্ট হইলেন। তিনি ছিলেন ঠিক কৰ্ম্মচারী, সরকারী কৰ্ম্ম বজায় করিয়া কয়েক ঘণ্ট মাত্র সংস্কৃত কলেজের কাজ দেখিতেন । এরূপ ক্ষেত্রে সহকারী কর্তৃপক্ষের সুনজরে পড়িলে তাহার বিরক্ত হইবারই কথা । বোধ হয় এই কারণেই তিনি বিদ্যাসাগর-প্রস্তাবিত পঠন-বাবস্থা শিক্ষা-পরিষদের গোচর করেন নাই। দু-একটি ছোটখাট প্রস্তাব, যেমন,–সংস্কৃত কলেজের ছাত্রদের অধ্যয়নকাল ১২ হইতে ১৫ বৎসরে পরিণত করা ছাড়া বিদ্যাসাগরের প্রস্তাবিত কোন সংস্কারই তাহার নিকট গ্রহণযোগ্য বিবেচিত হয় নাই। কলেজের উন্নতির জন্য বিদ্যাসাগর যখনই যাহা প্রস্তাব করিতে লাগিলেন, সম্পাদক রসময় দত্ত তাহাতে কর্ণপাত করিলেন না। এই বাধায়ু বিদ্যাসাগরের জলন্ত উৎসাহ নিমেষে শীতল হইয়া গেল। স্বাধীনচেতা পণ্ডিত চটিয়া কার্য্যে ইস্তফা দিলেন ; বন্ধুদের সহস্ৰ অতুরোধ তাহাকে টলাইতে পারিল না। বিদ্যাসাগর-চরিত্রের ইহা এক বিশেষত্ব। ১৬ জুলাই ১৮৪৭ তাথিখে বিদ্যাসাগরের পদত্যাগপত্র গৃহীত হইল।

  • General Report on the Public Instruction, in the Lower Provinces of the Bengal Presidency for 1846-47 (May 1846-April 1841), pp. 39, 41.