পাতা:সাহিত্য-সাধক-চরিতমালা দ্বিতীয় খণ্ড.djvu/২৮৪

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

সরকারী झाझ्ौं ३१५ না নিৰ্ম নল গা খানি লগিন গাৰr জঞবৰষিবাৰুসকল ৰিয়েই প্রশংসাও খঙ্গৰাজয় গাত্র। বঙ্কিমচন্দ্র স্বাক্ষনিষ্ঠ ছদে ডেপুটি ছিলেন; আত্মীয়স্বজন বন্ধুবান্ধব ক্ষেত্ব কখনও তাহার নিকট কোনও সরকারী ব্যাপারে প্রশ্ৰয় পান নাই। একটু স্থবিধ চাহিতে গিয়া কেহ কেহ লাতি ও বিপন্ন হইয়াছেন। শচীশচন্দ্র ও নবীনচন্দ্র এরূপ এক-একটি ঘটনার উল্লেখ করিয়াছেন। অত্যন্ত স্বাধীনচেতা বলিয়াও উহার খ্যাতি ছিল ; উচ্চপদস্থ সাহেব কর্মচারীর অন্তায় করিলে তিনি তাহার তীব্র প্রতিবাদ করিতেন, ফলে কয়েক ক্ষেত্রে ম্যাজিষ্ট্রেটদের সহিত র্তাহার ঘোর বিবাদ বাধিয়াছিল। এই বিবাদের ফলে তিনি কম বিপন্ন হন নাই, কিন্তু তৎসত্ত্বেও কখনও র্তাহাকে মাথা নত করিতে দেখা যায় নাই। * মামলায় স্তায়বিচারে তাহার স্বনাম ছিল ; সকলে সৰ্ব্বত্র তাহার বিচার-কৌশলের উল্লেখ করিত। প্রসিদ্ধ গল্পলেখক প্রভাতকুমার মুখোপাধ্যায় তাহার নবকথায় "বঙ্কিমবাবুর কাজির বিচার" নামে এরূপ কয়েকটি গল্প প্রচার করিয়াছেন। ১৮৮২ খ্ৰীষ্টাব্দের জানুয়ারি মাসের ২৩এ তারিখে তিনি বেঙ্গল গবর্মেন্টের অ্যাসিস্টাণ্ট সেক্রেটরী ছিলেন। হঠাৎ ঐ পদ উঠাইয়া দিয়া উাহাকে অন্যত্র বদলি করাতে ইউরোপীয় মন্থলেও চাঞ্চল্য দেখা গিয়াছিল ; ৬ই ফেব্রুয়ারি তারিখে (১৮৮২) স্টেটসম্যান’ লিখিয়াছিলেন-- Baboo Bankim Chandra Chatterji is a man of high charactar and attainments....and we confess our inability to understand the rbatone that justify the step. - স্কুদেববাবু বলিতেন, বঙ্কিমচন্দ্র এই চাকুরীর প্রধান অলঙ্কার। তথাপি এই স্বর্ণপৃথলভূষিজ্ঞ দাসত্বের প্রতি র্তাহার বরাবর একটা ধিক্কার ছিল।