পাতা:সাহিত্য-সাধক-চরিতমালা দ্বিতীয় খণ্ড.djvu/৩৪৮

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

জীবনের সংক্ষিপ্ত ঘটনাপঞ্জী Ե: মিত্ৰ-সম্পাদিত ’ইণ্ডিয়ান ফীল্ড (Indian Field) পত্রে ১৮৬৪ খ্ৰীষ্টাব্দে ধারাবাহিকভাবে সম্পূর্ণ প্রকাশিত হয়। শচীশবাবুপ্রোক্ত ( বঙ্কিম-জীবনী, পৃ. ১-৮ ) বঙ্কিমচন্ত্রের Adventures of a Young Hindu ato Bostom ol of To হয়, তাহা হইলে তাহ ঐ কালেই রচিত হওয়া সম্ভব। o বঙ্কিমচন্দ্রের খুলনা-শাসন সম্পর্কে সি. ই. বাল্যাও লিখিয়াছেন- । While in charge cf the Khulna sub-division (now asiatris) : of he helped vary largely in suppressing river dacoitus and establish ing peace and order in the eastern canala,... -- While at Khulna Bankim Chandra began a serialstory named "Rajmohan's Wife" in the Indian Field newspaper, then edited by Kisori Chand Mitra. This was his first public iterary effort. —Bengal under the Liewienant·êovernors, ii. 1879. ১৮৬৪ খ্ৰীষ্টাব্দের ৫ মার্চ তারিখে বঙ্কিমচন্দ্র ২৪-পরগণার বারুইপুর মহকুমায় বদলি হন। এখানে তিনি ১৮৬৯ খ্ৰীষ্টাব্দের ৪ ডিসেম্বর পর্যন্ত ছিলেন ; মধ্যে অস্থায়ী ভাবে কিছু দিনের জন্য জায়মও হারবার (১৮৬৪, অক্টোবর) ও আলিপুরে (১৮৬৭, আগষ্ট) বদলি হন। ১৮৬৫ খ্ৰীষ্টান্ধ বঙ্কিম-জীবনের একটি স্মরণীয় বংসর ; এই বৎসরে চট্টোপাধ্যায়-পরিবারে ভ্রাতৃবিরোধের বীজ উপ্ত হয়। যাদবচন্দ্র উইল করিয়া কাটালপাড়ার ভদ্রাসন মধ্যম পুত্র সঞ্জীবচন্দ্র ও কনিষ্ঠ পূৰ্ণচন্দ্রকে ভাগ করিয়া দেন। স্থামাচরণ ও বঙ্কিমচন্দ্র দ্যায্য অংশ হইতে বঞ্চিত হন। এই বংগরেই তাহার প্রথম বাংলা উপন্যাস ‘দুর্গেশনন্দিনী প্রকাশিত হয়। বারুইপুরে অবস্থানকালেই বঙ্কিমচন্দ্র ‘দুর্গেশনন্দিনীর শেষাংশ লিখিয়া থাকিবেন। এই প্রসঙ্গে কালীনাথ দত্ত মহাশয় লিখিয়াছেন