পাতা:সাহিত্য-সাধক-চরিতমালা দ্বিতীয় খণ্ড.djvu/৩৫৩

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

28 স্বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় मग्न यान इ;ि लड़ेब्रा कॅैनिशाम्नांश् षद१**ट्रल रश्शिकख কৃষ্ণকান্তর উইল রচনা করেন। সেই সময় ডিগ্নিধ্যে মধ্যে কলিকাতা আসিতেন । এই সময়েই রাজ শৌরীন্দ্রমোহন ঠাকুরের "এমারেন্ড বাওধায়ে’ দ্বিতীয় কলেজ-রিইউনিয়ন নামক মিলন-সভায় বঙ্কিমচন্দ্রের সস্থিত চন্দ্রনাথ বস্ত্র ও রবীন্দ্রনাথের প্রথম সাক্ষাৎকার ঘটে। ১৮৭৬ খ্ৰীষ্টাব্দের ২০ মার্চ তারিখে বঙ্কিমচন্দ্র হুগলীতে বদলী হন এবং সেখানে ১৮৮১ খ্ৰীষ্টাব্দের ১৩ ফেব্রুয়ারি পর্য্যস্ত অবস্থান করেন । ১৮৮০ খ্ৰীষ্টাব্দের নবেম্বর মাস হইতে তিনি অস্থায়ী ভাবে বৰ্দ্ধমান ডিবিদনে কমিশনারের পার্সন্তাল অ্যাসিস্টান্ট নিযুক্ত হন। বঙ্কিমচন্দ্র কাটালপাড়া হইতেই হুগলী যাতায়াত করিতেন ; 'বঙ্গদর্শন ইহার পূর্ব পর্যন্ত পূৰ্ব্ব দমে যাদবচন্ধের তত্ত্বাবধানে, সঞ্জীবচন্দ্রর পরিদর্শনে ও বঙ্কিমের সম্পাদনায় বাহির হইতেছিল। রজনী' ও রাধারাণী শেষ হইয় কৃষ্ণকান্তের উইল ধারাবাহিকভাবে চলিতে झलिएउहे इो९४२५२ पक्राक्षत्र कङ्ग-नःथा शश्त्रि श्रेग्न अर्षी९ ५४१७ খ্ৰীষ্টারে মার্চের শেষ নাগাদ বঙ্কিমচন্দ্র বঙ্গদর্শন বন্ধ করিয়া দেন। 'বঙ্গদর্শনের গ্রাহক-সংখ্যা তখন খুব বেশী। ঠিক এই য়ে বঙ্কিমচন্ত্রের ভ্রাতাদের মধ্যে পারিবারিক কলহ ঘনাইয়া উঠিতেছিল দিবচন্দ্র ৰ্তাহার উইলে বঙ্কিমকে কাটালপাড়ার বাড়ীর অংশ দেন " ; ভ্রাতাদের মধ্যেও সম্ভাবের অপ্রতুল হইতেছিল। কিন্তু এগুলি ঠিা বঙ্গদর্শন বন্ধ করিবার কারণ না হইতে পারে। ছুটতে কাঁটালপাড়ায় আরামে কাটাইয়া চাকুরীতে যোগ দিবার প্রাক্কালে বঙ্গদর্শন বন্ধু হইয়াছিল ; চাকুরীর চাপও ইহার কারণ হইতে পারে। ১৮৭৬ খ্ৰীষ্টাব্দের জুলাই মাসে বঙ্গদর্শনে প্রকাশিত কয়েকটি সমালোচনা ‘বিবিধ সমালোচন’ নামে প্রকাশিত হয়। এই সময়ে তিনি