পাতা:সাহিত্য-সাধক-চরিতমালা দ্বিতীয় খণ্ড.djvu/৩৯৭

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ఖో নাটক-প্রহসন রচনা উনবিংশ শতকের মধ্যভাগ হইতে বাংলা দেশে বাংলা নাটকের অভিনয় নিরবচ্ছিন্ন ভাবে চলিয়া আদিতেছে। ১৮৭২ খ্ৰীষ্টাব্দে কলিকাতায় সাধারণ রঙ্গালয় প্রতিষ্ঠিত হইবার পূৰ্ব্বে নাট্যাভিনয় প্রায়ই কোন-নাকোন অভিজাতবংশীয় ধনীর উৎসাহে ও সাহায্যে তাহার নিজের বাড়ীতে বা বাগানবাড়ীতেই হইত। তাহাতেই উদ্যোগকৰ্ত্তার গণ্যমান্ত আত্মীয়, বন্ধুবৰ্গ ও পরিচিত জনের সারে নিমন্ত্রিত হইতেন—সাধারণের তাহাতে অবারিত প্রবেশ ছিল না। সেযুগের সখের নাট্যশালাগুলির মধ্যে বেলগাছিয়া নাট্যশালার নাম বিশেষ উল্লেখযোগ্য। পাইকপাড়ার স্বাঞ্জাদের বেলগাছিয়াস্থিত বাগানবাড়ীতে প্রতিষ্ঠিত হুইয়াছিল বলিয়া ইহার এই নাম হয়। এই নাট্যশালা-প্রতিষ্ঠায় রাজ প্রতাপচন্দ্র সিংহ । ও ঈশ্বরচন্ত্র সিংহ বিশেষ উদ্যোগী ছিলেন এবং এই গ্রগারে দেযুগের ইংরেজী-শিক্ষিত বহু নবীন বাঙালী উহাদের সহিত পশ্লিষ্ট ছিলেন। খ্যাতনাম নাট্যকার স্বামনারায়ণ তর্করত্ব-রচিত ‘রত্নাবলী নাটক এই নাট্যশালার প্রথম অভিনয়ের জন্য নির্বাচিত হয়। নিমন্ত্রিত ইংরেজ দর্শকগণের অভিনয় উপভোগের সুবিধার জন্য উদ্যোক্তাগী ‘রত্নাবলী’ মাটক ইংরেজীতে অনুবাদ করাইবার জন্ত ইচ্ছুক হইলেন গেীরদাস বাকের পরামর্শে রাজারা এই অনুবা-কার্যের ভর :নের উপর অর্পণ করেন। মধুমের অনুবাদ পাঠ করিয়া উহার অতীব সন্তুষ্ট হয়েছিলেন। তাই বায়ে ‘রাবীর ইংরেজী স্বয়া ত্রিত হয় এবং মধুসূদন পারিশ্রমিক-স্বরূপ পাঁচ শত টাকা পাইয়াছিলেন। ৩১ জুলাই ১৮৫৮ তারিখে ‘রত্নাবলী' নাটক বিশেষ সমারোহের বহিত বেলগাছিয়া নাট্যশালায় প্রথম অভিনীত হয়। ছোট লাট