পাতা:সাহিত্য-সাধক-চরিতমালা দ্বিতীয় খণ্ড.djvu/৪০৯

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

* মহান ৰে , , , পাঠকের জ্ঞাত আছেন। বাঙ্গালীতে সেই ওজোগুণের উপলদ্ধি করা অতীব বাঞ্ছনীয় ; বর্তমান প্রয়াসে সে অভিপ্রায় কি পৰ্য্যন্ড সিদ্ধ হইয়াছে তাহা সন্ধায় পাঠকবৃন্স নিরূপিত করিবেন। বিবিধার্থসঙ্গ হের ৬ষ্ঠ পৰ্ব্ব, ৬ খণ্ডে অর্থাংশকাৰী ১৭৮১ ভাঞ্জ সংখ্যায় (পৃ. ১০৪-১১১) দ্বিতীয় সর্গ প্রকাশিত হয়। ইহাতেও লেখকের নাম ছিল না। তৃতীয় ও চতুর্থ সর্গ সাময়িক-পত্রে প্রকাশিত হয় নাই। সমগ্র চারি সর্গ একেবারে পুস্তকাকারে ১৮৬০ খ্ৰীষ্টাব্দের মে মাসে কলিকাতা ব্যাপটিস্ট মিশন গ্রেস হইতে প্রকাশিত হয় ; পৃষ্ঠা-সংখ্যা ১•৪ । যতীন্দ্রমোহন ঠাকুর প্রথম সংস্করণ পুস্তক মুদ্রণের ব্যয়ভার বহন করেন। . ১২৬৮ সালে প্রকাশিত এই পুস্তকের দ্বিতীয় সংস্করণে মধুসূদন বহুল পরিবর্জন করিয়াছিলেন। মধুসূদন তিলোত্তমাসম্ভব কাব্যের স্বহস্তলিখিত পাণ্ডুলিপি যতীন্দ্রমোহনকে উপহার দিয়াছিলেন। এই প্রসঙ্গে যতীন্দ্রমোহন কবিকে লিখিয়াছিলেন – I know hot how to thank you adequately for the very valuable present of the manuscript follows in the Poet's own bandwriting i I will preserve it with the greatest care in my Library, as a monument that marks a grand epoch in our literature, when Bengali poetry first broke thro' the fetters of rhyme and soared exultingly into the loftly region of sublimity which is her gennine province. Time will come when the poem will meet with due appreciation, and will find that high place in the estimation of posterity it so richly deserves. I ieel sure that my descendants (should I have any) will then be proud to think that the manuscript in the author's autograph of the first Blank Werse Epio in the language, is in their possession, and they will honour their ancestor the more, that he was fortunate enough to be considered worthy of such an invaluable present by the Poet himself,