পাতা:সাহিত্য-সাধক-চরিতমালা দ্বিতীয় খণ্ড.djvu/৪১৪

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

বাংলায় অমিত্রাক্ষর ছন্দের প্রবর্জন : কাব্য রচনা t? My dear Sir, Intending to present Mr. Michael M. S. Dutt with a silver trifle as a mite of encouragement for having introduced with success the Blank verse into onrlanguage, I have beenedvised to call a meeting of those who might take a lively interest in the matter at my honse on the occasion of the presentation, in order to impart as much of solemnity as it is capable of receiving, while reteining its privete charecter and therefore to serve perhaps ite purpose better: I eball therefore be obliged, and I have no doubt all will be pleased, by your kind presence at mine on Tuesday next, the 12th Iustant at 7 P.M., Yours truly Kaly Prussunno Singh Calcutta the 9th February 1861. সম্বৰ্দ্ধন-সভায় রাজা প্রতাপচন্দ্র সিংহ, রমাপ্রসাদ রায়, কিশোরীচঁাদ মিত্র, পাদরি কৃষ্ণমোহন বন্দ্যোপাধ্যায়, যতীন্দ্রমোহন ঠাকুর, গেীরদাস বসাক প্রভৃতি অনেকের সমাগম হইয়াছিল। বিদ্যোংসাহিনী সভার পক্ষ হইতে কালীপ্রসন্ন সিংহ কবিবরকে একখানি মানপত্র ও একটি মূল্যবান স্থতি রজত-পানপাত্র উপহার দিয়াছিলেন। মাইকেলের চরিতকারগণ বহু অনুসন্ধানেও এই মানপত্র এবং ইহার উত্তরে মধুসূদনের বাংলা বক্তৃত সংগ্ৰহ করিতে পারেন নাই। মুখের বিষয়, উহ। আমাদের হস্তগত হইয়াছে । মানপত্ৰখানি এইরূপ : এড্রেস – মান্তবর ভ্রল মাইকেল মধুসূদন দত্ত মহাশয় সমীপেযু। কলিকাতা বিদ্বোংসাহিনী সভার সবিনয় সাদর সম্ভাষণ নিবেদনমিদং। যে প্রকারে হউক বাঙ্গাল ভাষার উন্নতিকল্পে কায়মনোবাক্যে যত্ন করাই আমাদের উচিত, কৰ্ত্তব্য, অভিপ্রেত ও উদেশ্ব। প্রায় ছয় বর্ষ অতীত হইল বিদ্যোৎসাহিনী সভা সংস্থাপিত হইয়াছে এবং ইহার স্থাপনকর্তা তাহার সংস্থাপনের উদেশে যে কতদূর কৃতকাৰ্য্য