পাতা:সাহিত্য-সাধক-চরিতমালা দ্বিতীয় খণ্ড.djvu/৪৪১

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

Þa মধুসূদন দত্ত ব্যারিস্টারি পরীক্ষায় সাফল্য ব্যারিস্টারি পরীক্ষার জন্য প্রস্তুত হইবার মানলে ১৮৬৫ খ্ৰীষ্টাম্বের শেষ ভাগে মধুস্থান পুনরায় ইংলণ্ডে গমন করেন। লণ্ডনে অবস্থিতিকালে । তাহার সহিত “পণ্ডিতচূড়ামণি গোল্ডস্টকরের পরিচয় হয়। গোন্ডষ্টকর র্তাহাকে লগুন ইউনিভার্সিটি কলেজে বাংলা ভাষার অধ্যাপকের অবৈতনিক পদে প্রতিষ্ঠিত করিতে ইচ্ছা প্রকাশ করিয়াছিলেন। किछु মধুস্থান এই পদ প্রত্যাখ্যান করিতে বাধ্য হইয়াছিলেন ; কারণ, তাহার পক্ষে তখন অবৈতনিক ভাবে কাৰ্য্য করা সম্ভব ছিল না। এই প্রসঙ্গে ১৭ জানুয়ারি ১৮৬৬ তারিখে তিনি লগুন হইতে বিদ্যাসাগরকে লিখিয়াছিলেন :– I have even refused the offer of the Bengali Professorship at University Coliege, London, a post of great honour and dignity though without a salary. Dr. Goldstucker (of whom yon have no doubt heard) was very anxious to have me, but I told him plainly that I was too poor to live in England without a handsome salary...The Doctor is a profound Sanskrit scholar and foves all Hindus.

  • ১৮৬৬ খ্ৰীষ্টারে ১৭ই নবেম্বর মধুসূদন গ্রেজ, ইন হইতে ব্যাক্টিারি পরীক্ষায় উত্তীর্ণ হন। পরীক্ষার পর তিনি ফ্রান্সে চলিয়া যান। সেখান হইতে পরীক্ষার ফল ও স্বদেশ প্রত্যাগমনের সঙ্কল্প সম্বন্ধে পদ্ধমত্তাঁ মই ডিসেম্বর তারিখে বিদ্যাসাগরকে লেখেন :– , “

I hope you have received my letter via Bombay announcing my call to the Bar on the 17th ultimo, I have allowed some mails to leave without writing, for I have been looking out for letters and money from you, I am now in Franca with my family, for we can live here for less money than in England. If the mall now approaching ns fast bring money