পাতা:সাহিত্য-সাধক-চরিতমালা দ্বিতীয় খণ্ড.djvu/৪৪৬

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

স্বদেশ-প্রস্ত্যাগমন Եվ পূর্বেই বলিয়াছি, বিদ্যাসাগর অপরের নিকট হইতে টাকা গইয়া মধুসূদনকে বিপদের সময় ঋণদাম করিয়াছিলেন। র্তাহার উত্তমর্শদিগের মধ্যে ঐশচন্ত্র বিদ্যারত্ব ও মহুকুলচন্দ্র মুখোপাধ্যায় টাকা মিটাই দিবার জষ্ঠ পীড়াপীড়ি করিতে লাগিলেন। উত্তমর্শদিগের তাগিদে উত্যক্ত হইয়া বিদ্যাসাগর মধুসূদনকে এই পত্ৰখানি লেখেন - সারসম্ভাষণমাবোনমূ-জন্তু সাতদিন হইল বর্ধমানে জালিয়াছি, - এ পর্যন্ত তাশউপক্ষার বোধ হয় মাই। আসিবার পূৰ্ব্বে আপনাকে । কিছু লিবার ইচ্ছা ছিল,কিন্তু তাহাটাউঠে না, এবং লিপি । দ্বারা জানাইভেছি। অনেকের এরূপ সংস্কার আছে, আমি বাহা বলি, কোন ক্রমে তাহার অন্যথা ভাব ঘটে না, স্বতরাং উহার অসন্ধিচিত্তে আমার বাক্যে নির্ভর করিয়া কাৰ্য্য করিয়া থাকেন। লোকের এরূপ বিশ্বাসভাজন হওয়া যে প্রার্থনীয় তাহার সন্দেহ নাই। কিন্তু আমি অবিলম্বে সেই বিশ্বাসে বঞ্চিত হইব, তাহার পূর্বলক্ষণঘটিয়াছে। যংকালে আমি অহক্ল বাবুর নিকট টাকা লই, অঙ্গীকার করিয়াছিলাম, আপনি প্রত্যাগমন করিলেই পরিশোধ করিব ; তংপরে . পুনরায় যখন আপনার টাকার প্রয়োজন হইল, তখন যথাকালে টাকা না পাইলে পাছে আপনার ক্ষতি বা অসুবিধা হয়, এই আশঙ্কায় অন্ত কোন উপায় না দেখিয়া ঐশচন্দ্রের নিকট কোম্পানির কাগজ ধার করিয়া টাকা না পাঠাইয়া দি । তাহার ধৰ্ম্ম ত্বয়ায় পরিশোধ করিব এই অঙ্গীকার ছিল। কিন্তু উভয় স্থলেই আমি অঙ্গীকারভ্রষ্ট হইয়াছি এবং ঐশচন্দ্র ও অনুকূল বাৰু সত্বর টাকা না পাইলে বিলক্ষণ অপদস্থ ও অপমানগ্রস্ত হইব, তাহার কোন সংশয় নাই । এক্ষণে কিরূপে আমার মান রক্ষ হইবেক, এই দুর্ভাবনায় সৰ্ব্বক্ষণ আমার অন্তঃকরণকে আকুল করিতেছে এবং ক্রমে ক্রমে এত প্রবল