পাতা:সাহিত্য-সাধক-চরিতমালা দ্বিতীয় খণ্ড.djvu/৪৫৫

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

·鲁影 মধুসূদন দত্ত began to grow worse after he left the Raja's service-copy ৰম্‌ : 'জীবন-চরিত, ৪র্থ সং, পৃ. ৬৬৬ ৷ ১৮৭২ খ্ৰীষ্টাব্দে সেপ্টেম্বর মাসের শেষ ভাঙ্কে মধুসূদন পুনরায় ব্যাক্টিরি ব্যবসায় আরম্ভ করেন। কিন্তু তু তাহার অনবদ্ধ স্বাস্থ্য একেবারে ভাৰিয়া পড়িয়াছে তিনি নানা ব্যাতি আক্রান্ত। ‘মায়া-কানন’ ও ‘বিষ না ধনুগুণ ১৮৭২ খ্ৰীষ্টাব্দের শেষ ভাগে কয়েক জন ধনী মিলিয়া কলিকাতায় একটি ইংরেজী ধরণের সাধারণ রঙ্গালয় স্থাপনের সঙ্কল্প করেন। ইহারই নাম বেঙ্গল থিয়েটার। ছাতুবাবুর দৌহিত্র শরচ্চন্দ্র ঘোষ ইহার ম্যানেজার ছিলেন। থিয়েটারের উদ্যোক্তারা নানা বিষয়ে মধুসূদনের পরামর্শ লইতেন। অমৃতলাল বস্তু তাহার স্মৃতিকথায়ু বলিয়াছেন – মাইকেল মধুসূদনের পরামর্শে থিয়েটরে অভিনেত্রী লওয়া স্থির হইল। তিনি বলিলেন তোমরা স্ত্রীলোক লইয়া থিয়েটর খোল ; আমি তোমাদের জন্য নাটক রচনা করিয়া দিব ; স্ত্রীলোক না লইলে কিছুতেই ভাল হইবে না। মাইকেল ও শরৎ বাবুর ভগ্নীপতি Mr, o, C, Dutt (wউমেশচন্দ্র দত্ত) অগ্রণী হইলেন।” (পুরাতন প্রসঙ্গী, ২য় পৰ্য্যায়, পৃ. ১৩১ ) - ইতিপূৰ্ব্বে সাধারণ র্যালয়ে স্ত্রীলোকের ভূমিকা পুরুষ কর্তৃকই অভিনীত হইত। মধুসূদনেরই পরামর্শে এই নূতনাট্যশালায় সৰ্ব্বপ্রথম অভিনেত্রী নিযুক্ত করা হইয়াছিল। মধুসূদনের শশ্মিষ্ঠ নাটক লইয়াই বেঙ্গল থিয়েটার প্রথম আসরে অবতীর্ণ হন, এবং তঁহার রচিত এই নাটকেরই স্ত্রীলোকের ভূমিকা অভিনেত্রীর দ্বারা প্রথম অভিনীত হইয়াছিল। w বেঙ্গল থিয়েটারের কর্তৃপক্ষ অভিনয়োপযোগী দুইখানি নাটকের জন্য