পাতা:সাহিত্য-সাধক-চরিতমালা দ্বিতীয় খণ্ড.djvu/৪৭৯

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

কুসঙ্গে পড়িা তিনি স্বরাপানে পৰ্যন্ত অভ্যন্ত হইয়াছিলেন। অব্যবস্থিতচিত্ততাবশতঃ যৌবনে তিনি স্বধর্থের উপরও বীতস্পৃহ হইয়াছিলেন। অষষ্ঠ শেষ পৰ্য্যন্ত মুরাপানের কুফল মর্শে মর্শ্বে উপলদ্ধি করিয়া এই কাভ্যাস পরিত্যাগ করেন এবং জঙ্গিমকালে হিন্দুধর্মের শীতল ছায়াতলেই শান্তি ও সাধনা লাভ করেন। কৃঞ্চজের জীবনের উপর দিয়া অনেক ঝড়-ঝাপট বহিয়া গিয়াছে, কিন্তু তাহা তাহাকে সাহিত্য-সাধন হইতে প্রতিনিবৃত্ত করিতে পারে নাই। এই দারিদ্র্যপীড়িত নিষ্ঠাবানু সাহিত্য-সাধকের জীবনকথা যেমন চিত্তাকর্ষক, ভেমনি শিক্ষাপ্রদ । জন্মঃ বাল্যজীবন ও বিবাহ »v७8 गानद्र १०हे छून (२०8चाई १२४०) 8छद्रबनाउछेदउँौं cगमशं ि।ोरम ५क ऐक्छ-अब्रिोर्ब्र झुकध्छ। मङ्गोरङ्गट्न थण श्ब्र। সেনহাটি বর্তমানে খুলনা জেলার অন্তভূক্ত হইলেণ্ড তৎকালে জেলা যশোহরের অধীন ছিল। কৃষ্ণচন্ত্রের পিতার নাম—মাণিক্যচজ মজুমদার। তিনি লিখিয়াছেন —“ছেলেবেলায় আমার গুপ্তনাম রামচজ দাস ছিল। দাস গুপ্ত আমাদের বংশোপাধি ।”