পাতা:সাহিত্য-সাধক-চরিতমালা দ্বিতীয় খণ্ড.djvu/৪৯২

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ঢাকায় কৰ্ম্মক্ষেত্রে הל ১৮৬৫ খ্ৰীষ্টান্ধের মার্চ মাসে বিজ্ঞাপনী প্রকাশিত হয়। ২৭ মার্চ ১৮৬৫ তারিখের হিন্দু পেটুরিয়টে প্রকাশ — - We have received the first number of a new vernaonlar paper started in Dacca called the Begaponi or the advertiser, ঢাকায় অবস্থানকালে কৃষ্ণচন্ত্র যে ব্রাহ্মসমাজের প্রতি আকৃষ্ট হইয়াছিলেন, তাহার স্বলিখিত ইতিবৃত্ত' হইতে তাহা আমরা জানিতে পারি। ১১ই কাৰ্ত্তিকের বিজ্ঞাপনীতে তিনি ব্রাহ্মধৰ্ম্মেণ সপক্ষে কিছু লেখেন । হিন্দুধৰ্মরক্ষিণী সভার জনৈক সভ্যের অম্বুযোগে বিজ্ঞাপনী’ পত্রের অধ্যক্ষ গিরিশচক্র রায় কৃষ্ণচক্ৰকে ভবিষ্যতে এরূপ লেখা প্রকাশ করিতে নিষেধ করেন। কৃষ্ণচঞ্জের সাংসারিক অবস্থা সচ্ছল ছিল না, যে সামান্ত বেতন তিনি পাইতেন তাহাতে কায়ক্লেশে ডাহার পরিবারের লোকেদের গ্রাসাচ্ছাদনের ব্যয় নিৰ্ব্বাহ হইত। কিন্তু তৎসত্ত্বেও এই আত্মমৰ্য্যাদাজ্ঞানসম্পন্ন তেজস্বী পুরুষ কর্তৃপক্ষের অন্যায় আদেশ মানিয়! লইতে রাজী হইলেন না, নিজের ও পরিবারের ভবিষ্যতের ভাবনা ন! ভাবিয়া কৰ্ম্ম পরিত্যাগপূর্বক তিনি যে স্বাধীনচিত্ততার পরিচয় দিলেন, তাহ আমাদের হৃদয়ে শ্রদ্ধার উত্ৰেক করে। ১৭ নবেম্বর ১৮৬৫ তারিখে ‘সংবাদ পূর্ণচন্ত্রোদয়’ লেখেন : - অবগতি হুইল ইতিপূৰ্ব্বে বিজ্ঞাপনীতে ব্রাহ্মধর্থের সাপক্ষে কিছু লিখিত হওয়াতে, ঢাকাস্থ প্রাচীন সম্প্রদায় তং অধ্যক্ষ গিরিশ বাবুকে অম্বুযোগ করেন, গিরিশ বাবু সম্পাদককে ভবিস্তুতে উক্ত রূপ লিখিতে নিষেধ করিবাতে স্বাধীনচিত্ত সম্পাদক কাৰ্য্য পরিত্যাগ করেন। সেই কারণে বিজ্ঞাপনী পক্স এক সপ্তাহ বন্ধ থাকে। পূনৰ্ব্বার উক্ত সম্পাদক পূৰ্ব্বমত স্বাধীনচিত্ততা লাভ করাতে কর্গে প্রবৃত্ত হইয়াছেন।