পাতা:সাহিত্য-সাধক-চরিতমালা দ্বিতীয় খণ্ড.djvu/৫৫১

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

३रे বিহারিলাল চক্ৰৰঞ্জী অরুণ কিরণ যেন প্রফুল্ল কমলে। বহু দিন ষে রস করি নি আস্বাদন, আজি সে মধুর রসে রসিয়াছে মন। মৈত্রী কিম্বা প্রেম ইহা ঠিক নাহি পাই ; ষারে ভালবাসা বলে বুঝি হবে তাই । ছেলেবেলা ছেলেখেলা ফুরায়ে গিয়েছে, মাছুষের মনে মন পশিতে শিখেছে ? তা না হোলে একটুও ছাড়াছাড়ি নাই। আজি কেন পশিতে প্রবৃত্তি নাছি হয় ? ছেড়া খোড়া ভাবিতেও জন্মে যেন ভয় ? যেন ইছা প্ৰভাতের পবিত্র কুষম, (কুসুম ) ছেড়ে কোন সহৃদয়, অস্থায় সম । নিৰ্ম্মল বাতাশে বেস হেলিবে ছুলিবে, মধুর আমোদে আত্ম উথলে উঠিবে। হায় কেন মন ফের দোলে গো দোলায় ! "ঢাকে বা উষার ছটা মেঘের ছায়ার। বটে এই মনোহর কুসুম রতন সৌরভে গৌরবে মোরে করে আকর্ষণ ; কে জানে ইহার নাই কেহ অধিকারি ? কে জানে যে নহে ইহা নিজস্ব তাছারি • পাছে আমি নাছি পাই সম্ভোগের পথ, হই পাছে মাঝপথে ভগ্নমনোরথ, অথবা চরমে মম মরমের মাজে আচম্বিতে চোরা বাণ বেগে এলে বাজে ?