পাতা:সাহিত্য-সাধক-চরিতমালা দ্বিতীয় খণ্ড.djvu/৬০৬

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

সাহিত্য-সাধন যুগল মাণিক্য, ধনি, নন তোমার গুড়াই ফলে আজি ঘটেছে জামার। যেন এক চক্ৰাতপ আসিত বরণ, আমাদের উপরেতে অসীম আকাশ ; আহা ! কিবা ওখানে অগণ্য তারাগণ জলিছে হীরক-খণ্ড জিনিয়া প্রকাশ ! যদি আমি হইতাম উহার মতন, প্রত্যেক তারক যদি হুইত নয়ন । লাবণ্য-তরঙ্গ তব মানস-মোহন অনিমিষে করিতাম এখন দর্শন । আকাশে আবার আলো দেখলে রূপসি । অগ্নিময়, গোলাকার, বিস্তৃত বদন, পূৰ্ব্বাচলে রক্তবর্ণে সমুদিত শশী রাগে ফুলে তব রূপ করি নিরীক্ষণ।. বুধ কেন সিন্ধু-স্থত ক্রোধেতে মগন ? তোম। চেয়ে শোভা ধরে প্রিয়ার চরণ।' দেখ, ধনি, নিশানাথ হারি তব স্থানে, খৰ্ব্ব হইতেছে, পুনঃ পাণ্ডু অভিমানে। নাচাইয়। লত। পাতা, দক্ষিণ বাতাস, সরোবরে কুমুীরে করি আলিঙ্গন, বলেতে খুলিয়া তব অবগুণ্ঠ-বাস, ' উড়ায়ে অলকাবলি করিছে চুম্বন।