পাতা:সাহিত্য-সাধক-চরিতমালা দ্বিতীয় খণ্ড.djvu/৬২৫

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

o - -o- o o gামাচরণ শৰ্ম্ম সরকার o ... a gামাচরণ মাসিক ৪-১ বেতনে সদর দেওয়ানী আদালতের ইংরেজী-বিভাগে প্রধান অনুবাদকের পদে প্রতিষ্ঠিত হন। সুপ্রীম কোর্টের চীফ ইন্টারপ্রিটর ১৮৫৭ খ্ৰীষ্টাব্দে সুপ্রীম কোর্টের প্রধান ইণ্টারপ্রিটর এভিয়ট সাহেব অবসর গ্রহণ করেন। শুমাচরণ এই পদের প্রার্থী হন। সদর দেওয়ানী আদালতের বিচারপতির এবং রাধাকান্ত দেব, রামগোপাল ঘোষ প্রমুখ দেশীয় গণ্যমান্ত ব্যক্তি একবাক্যে খামাচরণের বিদ্যাবুদ্ধি ও যোগ্যতা বিষয়ে পারিশ করায়, ১৮৫৭ খ্ৰীষ্টাব্যের জুলাই মাসে শুমাচরণ মাসিক ৬. বেতনে চীফ ইণ্টারগ্রিটরের পদ লাভ করেন। বাঙালীদের মধ্যে তিনিই সৰ্ব্বপ্রথম এই পদ অলঙ্কত করেন। স্থপ্রীম কোর্টের বিচারপতির তাহার কার্য্যে অত্যন্ত সন্তুষ্ট ছিলেন ; তাহাদের আদেশে, হামাচরণ কলিকাতার মধ্যে বাহারও জবানবন্ধ লইবার জন্ত বাইতে হইলে প্রত্যেক বারে দুই মোহর করিয়া কমিশন পাইবার অধিকারী হইয়াছিলেন । - ১৮৭৩ খ্ৰীষ্টার্কের জানুয়ারি মাস পর্য্যস্ত এই কৰ্ম্ম যোগ্যতার সহিত সুম্পাদন করিয়া, মাসিক তিন শত টাকা পেনশনে খামাচরণ অবসর গ্রহণ করেন । st ঠাকুর-আইন-অধ্যাপক ১৮৭২ খ্ৰীষ্টাব্দে স্যামাচরণ সরকার ঠাকুর-আইন-অধ্যাপক (Tagore Law Lecturer) পদে মনোনীত হন। এই পদের দক্ষিণ ছিল দশ সহস্র টাকা। দেশীয় যোগ্য লোকের অভাবে এই উচ্চ পদ ইউরোপীয় পণ্ডিতেরাই অধিকার করিতেন। বাঙালীদের মধ্যে স্যামাচরণই সৰ্ব্বপ্রথম এই সন্মানিত পদ লাভ করেন। এই সংবাদে ১৮ জুলাই ১৮৭২ তারিখে ‘অমৃত বাজার পত্রিকা’ লেখেন :